আজ থেকে খুলল তারকেশ্বর মন্দির, পুজো দেওয়ার সময় ও নিয়মে বদল

Jun 03, 2021 | 12:14 PM

আজ, বৃহস্পতিবার থেকে ফের খুলল তারকেশ্বর মন্দির (Tarakeswar Temple)। অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মন্দির খুলল।

আজ থেকে খুলল তারকেশ্বর মন্দির, পুজো দেওয়ার সময় ও নিয়মে বদল
মন্দিরের গেট (নিজস্ব চিত্র)

Follow Us

হুগলি: আজ, বৃহস্পতিবার থেকে ফের খুলল তারকেশ্বর মন্দির (Tarakeswar Temple)। অতিমারি পরিস্থিতিতে স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে মন্দির খুলল। সকাল থেকে মাইকিং করা হয়েছে। তবে মন্দির খোলা হলেও গর্ভগৃহের দরজা বন্ধ রয়েছে।

সকাল সাতটায় খোলা হয় মন্দিরের এক এবং দুই নম্বর গেট। বেশ কয়েকজন এদিন পুজোও দেন। প্রতিদিন স্যানিটাইজ করা হবে বলে জানিয়েছেন পুর প্রশাসক স্বপন সামন্ত। সকাল ৭টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পুজো দেওয়া যাবে। লিঙ্গে জলা ঢালার ক্ষেত্রে একটি চোঙা ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: শুরুটা করেছিলেন অভিষেক! এবার ফোন করে মুকুল-জায়ার স্বাস্থ্যের খোঁজ নিলেন খোদ মোদী

অন্যদিকে মন্দির চত্বরে কয়েকটি দোকান খুলেছে। তাদেরও কোভিড বিধি মানার নির্দেশ দেওয়া হয়েছে। পুর প্রশাসক জানান প্রথম দিন অল্প সংখক ভক্ত এসেছেন, তাঁরা কোভিড বিধি মানছেন কিনা তা নজর রাখা হচ্ছে। প্রসঙ্গত, কিছুদিন আগে মন্দির চত্বরে এক কোভিড আক্রান্তের হদিশ মিলেছিল, তারপরই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

Next Article