Tejasvi Surya: ‘গরিবদের ভোটে এজেন্ট, বড়লোকদের এজেন্ট মহুয়া’, বিতর্কে মুখ খুললেন বেঙ্গালুরুর সাংসদ

Ashique Insan | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 20, 2023 | 3:59 PM

Tejasvi Surya: অভিযোগ, দুবাইয়ের ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুড়ে দিয়ে প্রশ্ন করেন।

Tejasvi Surya: গরিবদের ভোটে এজেন্ট, বড়লোকদের এজেন্ট মহুয়া, বিতর্কে মুখ খুললেন বেঙ্গালুরুর সাংসদ
মহুয়া মৈত্র সম্পর্কে তেজস্বী সূর্য
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: “মহুয়া মৈত্র গরিবদের ভোটে সাংসদ হয়ে বড় লোকদের এজেন্ট হয়ে কাজ করছেন সংসদে।” মহুয়া মৈত্র বিতর্কে এবার মুখ খুললেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ এবং বিজেপি জাতীয় যুবমোর্চার সভাপতি তেজস্বী সূর্য। তিনি বলেন, “মহুয়া মৈত্র গরিবদের ভোটে সাংসদ হয়ে বড় লোকদের এজেন্ট হয়ে কাজ করছেন সংসদে। এটা সংসদীয় ব্যবস্থার পরিপন্থী। এই বিষয় নিয়ে আইনি প্রক্রিয়া চলছে। এই দেশ আইন মেনে চলে। কেউ আইনের উর্ধে নয়।”

শুক্রবার হিন্দমোটরে রেলের কোচ তৈরির কারখানা টিটাগড় ওয়াগানে মেট্রো কোচ তৈরির কাজের অগ্রগতি দেখেন তেজস্বী সূর্য।  তখনই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি। প্রসঙ্গত,  মহুয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, দুবাইয়ের ব্যবসায়ী হীরানন্দানির কাছ থেকে অর্থ ও উপহারের বিনিময়ে মহুয়া লোকসভায় আদানি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জুড়ে দিয়ে প্রশ্ন করেন। সেক্ষেত্রে মহুয়ার সংসদ পদ খারিজেরও আবেদন জানান তিনি।

হিন্দমোটরের কারখানা পরিদর্শন করে বলেন, “বেঙ্গালুরুর যানজট এড়াতে মেট্রো ভরসা।সেই মেট্রোর কোচ তৈরি হচ্ছে হিন্দমোটের কারখানায়। কাজের অগ্রগতি দেখতে তিনি শুক্রবার কারখানা ঘুরে দেখেন। দ্রুত যাতে মেট্রো কোচ তৈরি করে দেওয়া হয় তার জন্য অনুরোধ করেন।

আইনজীবী জয় অনন্ত দেহাদ্রাই মহুয়ার বিরুদ্ধে একই অভিযোগ তুলে সিবিআই প্রধানকে চিঠি দিয়েছেন। মহুয়ার বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা যাচাই করতে লোকসভার এথিক্স কমিটিকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা।

Next Article