TMC Leader Arrested: অভিযোগ ‘গুরুতর’, মগরা থেকে গ্রেফতার তৃণমূল নেতা

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 18, 2023 | 4:09 PM

TMC Leader Arrested: জানা গিয়েছে, এই দেবরাজ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরি সভাপতি ছিলেন। কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেল খাটেন তিনি। এরপর আবার এলাকার এক হিমঘর মালিকের কাছ থেকে তোলবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

TMC Leader Arrested: অভিযোগ গুরুতর, মগরা থেকে গ্রেফতার তৃণমূল নেতা
মগড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মগরা: জোড় করে সম্পত্তি দখলের চেষ্টা, তোলাবাজির অভিযোগ। মগরায় গ্রেফতার তৃণমূল নেতা দেবরাজ পাল। মঙ্গলবার মগরা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

জানা গিয়েছে, এই দেবরাজ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরি সভাপতি ছিলেন। কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেল খাটেন তিনি। এরপর আবার এলাকার এক হিমঘর মালিকের কাছ থেকে তোলবাজির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

এ দিন, অভিযুক্তকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। যদিও, দেবরাজের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। অভিযুক্তের বক্তব্য, বিজেপি-র লোকজন তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। এর আগেও আমায় ফাঁসিয়েছিল। আবারও ফাঁসানো হল।” যদিও, অভিযোগ অস্বীকার করেছে বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন, “এর আগে ওই নেতার বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে। পুলিশ চুপ ছিল। তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের ফলে গ্রেফতার হয়েছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই।”

হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশীস সেন বলেন,”অভিযোগ হওয়ার পর পুলিশ তদন্ত করে দেখবে। তারপরই ব্যবস্থা নেওয়া হবে।”

 

Next Article