Pujoy Pulse: ঠোঁটে চওড়া হাসি, মুখে নোনতা-মিষ্টির স্বাদ! এবারের হুগলির হরিপালে পালস ক্যান্ডির ট্যাবলো

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 18, 2023 | 11:04 AM

Pujoy Pulse: আপনাকে বলতে হবে ঠিক কতগুলি ক্যান্ডি রয়েছে? সঠিক সংখ্যা বলতে পারলেই বাজিমাত।  ২২টি শহর ঘোরার পর হবে লটারি হবে। বিজেতা পাবেন চার চাকার একটি গাড়ি। আপনি জিতে যেতে পারেন মোটর বাইক ও স্কুটিও।

Follow Us

হুগলি: ঝকঝকে আকাশ, কাশের দোলা। অপেক্ষা বোধনের। পুজোর আবহে উন্মাদনা আরও বাড়িতে তুলতে হাতে হাতে পালস ক্যান্ডি ও TV9 বাংলা। আজকের পুজো পালস ট্যাবলো হুগলির হরিপালে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবের মেজাজে আরও উন্মাদনা তৈরি করতে একসঙ্গে পালস ক্যান্ডি ও TV9 বাংলা। থাকছে ভিন্ন রকমের প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কার। রাজ্যের ২২টি শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো।

মুখে পালস আর ঠোঁটে চওড়া হাসি। হরিপালের এক পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়েই এক স্থানীয় বাসিন্দা বললেন, “খুব ভালো লাগল। এরকম উদ্যোগ তো অভিনব।” পিঠে ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছিলেন আরেক ব্যক্তি। হাতে পালসটা দিতেই মুখে চওড়া হাসি। বললেন, “অফিস যাওয়ার আগেই এরকম মিষ্টি-নোনতা মুখ, তা ভাবা যায়! দিনটাই ভাল যাবে।” তিনি আরও বললেন, “এরকম উদ্যোগ সত্যিই অভিনব। আগে কখনও দেখেনি। মনটা ভাল করে দেওয়া একটা মুহূর্ত।”


আসলে ব্যাপারটা ঠিক কী? ওই ট্যাবলোতে রয়েছে প্রচুর ক্যান্ডি।  আপনাকে বলতে হবে ঠিক কতগুলি ক্যান্ডি রয়েছে? সঠিক সংখ্যা বলতে পারলেই বাজিমাত।  ২২টি শহর ঘোরার পর হবে লটারি হবে। বিজেতা পাবেন চার চাকার একটি গাড়ি। আপনি জিতে যেতে পারেন মোটর বাইক ও স্কুটিও। সুযোগ হাতছাড়া করবেন না।

হুগলি: ঝকঝকে আকাশ, কাশের দোলা। অপেক্ষা বোধনের। পুজোর আবহে উন্মাদনা আরও বাড়িতে তুলতে হাতে হাতে পালস ক্যান্ডি ও TV9 বাংলা। আজকের পুজো পালস ট্যাবলো হুগলির হরিপালে।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই উৎসবের মেজাজে আরও উন্মাদনা তৈরি করতে একসঙ্গে পালস ক্যান্ডি ও TV9 বাংলা। থাকছে ভিন্ন রকমের প্রতিযোগিতা ও আকর্ষণীয় পুরস্কার। রাজ্যের ২২টি শহরে ঘুরছে পুজোয় পালস ট্যাবলো।

মুখে পালস আর ঠোঁটে চওড়া হাসি। হরিপালের এক পুজো মণ্ডপের সামনে দাঁড়িয়েই এক স্থানীয় বাসিন্দা বললেন, “খুব ভালো লাগল। এরকম উদ্যোগ তো অভিনব।” পিঠে ব্যাগ নিয়ে অফিসে যাচ্ছিলেন আরেক ব্যক্তি। হাতে পালসটা দিতেই মুখে চওড়া হাসি। বললেন, “অফিস যাওয়ার আগেই এরকম মিষ্টি-নোনতা মুখ, তা ভাবা যায়! দিনটাই ভাল যাবে।” তিনি আরও বললেন, “এরকম উদ্যোগ সত্যিই অভিনব। আগে কখনও দেখেনি। মনটা ভাল করে দেওয়া একটা মুহূর্ত।”


আসলে ব্যাপারটা ঠিক কী? ওই ট্যাবলোতে রয়েছে প্রচুর ক্যান্ডি।  আপনাকে বলতে হবে ঠিক কতগুলি ক্যান্ডি রয়েছে? সঠিক সংখ্যা বলতে পারলেই বাজিমাত।  ২২টি শহর ঘোরার পর হবে লটারি হবে। বিজেতা পাবেন চার চাকার একটি গাড়ি। আপনি জিতে যেতে পারেন মোটর বাইক ও স্কুটিও। সুযোগ হাতছাড়া করবেন না।

Next Article