ত্রিবেণী: বিবাহিত মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক যুবকের। মঙ্গলবার সকালে সেই যুবকেরই নিথর দেহ উদ্ধার হল ত্রিবেণী রেলগেট থেকে। মগড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে। গ্রেফতার গৃহবধূ।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর,বলাগড় থানার শেরপুর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস (৩৪)। তাঁর সঙ্গে ত্রিবেণীর এক মহিলা পার্বতী বিশ্বাসের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিশ্বজিৎ ওড়িশায় রাজমিস্ত্রির কাজ করতেন। পুজোর জন্য দিন-দু’য়েক আগে বাড়িতে ফেরেন তিনি। বিশ্বজিতের পরিবার সূত্রে খবর, সোমবার দুপুরে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়ি ফেরেননি।
আজ সকালে ত্রিবেণী রেলগেটের কাছে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মগড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তে পাঠায়।মৃতের গলায় ফাঁসের দাগ ছিল। মৃতের দাদা সমীর বিশ্বাসের অভিযোগ, বিশ্বজিৎ-কে খুন করা হয়েছে। তিনি বলেন, “ভাইকে বলেছিলাম পছন্দ হলে বিয়ে করে নিতে।” তাঁর অভিযোগ, মাস তিনেক পার্বতী তাঁদের বাড়িতে গিয়ে গণ্ডগোল করেন। মাকে মারধরের হুমকি দেন। শুধু তাই নয়, টাকার জন্য চাপ দিতে থাকেন বিশ্বজিৎকে।
এরপর তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, ওই মহিলার স্বামী কাশ্মীরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। পার্বতীর পরিবারের দাবি, ইদানিং নাকি তিনি পরকীয়ার সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। খুনের ঘটনায় গৃহবধূর সঙ্গে আরও কেউ যুক্ত বলে মনে করছে পুলিশ। কী কারণে খুন তাও খতিয়ে দেখছে মগড়া থানার পুলিশ।