আকাশে পেঁজা-পেঁজা তুলোর মতো মেঘ। চারপাশে পুজো পুজো গন্ধ। মহালয়ার পর থেকেই শুরু হয়েছে প্যান্ডেল হপিং। অনেকে ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছেন। কারোর আবার পুজো প্ল্যানিং এখনও বাকি। তবে পুজোর এই আনন্দই আরও বাড়িয়ে দিচ্ছে ‘পুজোয় পালস ও টিভি ৯ বাংলা’। এবার গাড়ি পৌঁছল হুগলির চন্দননগরে।
রাজ্যের ২২টি শহরে ঘুরবে ‘পুজোয় পালস ট্যাবলো’। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই। গাড়িতে কতগুলি পালস আছে তা বলতে হবে। সঠিক জবাব দিলে জেতার সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে মোটরবাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।
এ দিন, এই ট্যাবলো চন্দননগরে পৌঁছতে দেখা গেল প্রচুর উৎসাহী মানুষের ভিড়। ঢাকের আওয়ার শুনতে পেয়েই ছুটে এলেন অনেকে। অংশগ্রহণ করলেন খেলায়। আট থেকে আশি সকলের মুখেই আনন্দ দেখা গেল।
আকাশে পেঁজা-পেঁজা তুলোর মতো মেঘ। চারপাশে পুজো পুজো গন্ধ। মহালয়ার পর থেকেই শুরু হয়েছে প্যান্ডেল হপিং। অনেকে ঠাকুর দেখতে বেরিয়েও পড়েছেন। কারোর আবার পুজো প্ল্যানিং এখনও বাকি। তবে পুজোর এই আনন্দই আরও বাড়িয়ে দিচ্ছে ‘পুজোয় পালস ও টিভি ৯ বাংলা’। এবার গাড়ি পৌঁছল হুগলির চন্দননগরে।
রাজ্যের ২২টি শহরে ঘুরবে ‘পুজোয় পালস ট্যাবলো’। এই ট্যাবলোয় থাকছে প্রচুর পালস ক্যান্ডি। ট্যাবলোতে থাকছে কিউআর কোড। সেই কিউআর কোড স্ক্যান করে নাম, ঠিকানা জমা দিতে হবে। বিভিন্ন শহরে ঘোরার পর চূড়ান্ত পর্যায়ে হবে সেরা বাছাই। গাড়িতে কতগুলি পালস আছে তা বলতে হবে। সঠিক জবাব দিলে জেতার সুযোগ থাকছে ব্র্যান্ড নিউ চার চাকার গাড়ি। থাকছে মোটরবাইক কিংবা স্কুটি জেতার সুযোগও।
এ দিন, এই ট্যাবলো চন্দননগরে পৌঁছতে দেখা গেল প্রচুর উৎসাহী মানুষের ভিড়। ঢাকের আওয়ার শুনতে পেয়েই ছুটে এলেন অনেকে। অংশগ্রহণ করলেন খেলায়। আট থেকে আশি সকলের মুখেই আনন্দ দেখা গেল।