হুগলি: বয়স আঠারো-উনিশের কাছাকাছি। ক্লাস টুয়েলভে পড়ে। বৃষ্টির দিনে তাই বন্ধুরা প্ল্যান করেছিল স্কুল পালিয়ে গঙ্গার ধারে বসে মদ্যপান করবে। সেই মতো চলছিল সবকিছুই। কিন্তু বিপদ যে আর কিছুক্ষণ পরে আসবে তা ঘুণাক্ষরেও টের পাননি তাঁরা। নেশাগ্রস্ত অবস্থায় লঞ্চে উঠতে গিয়ে পা পিছলে গঙ্গায় তলিয়ে গেলেন এক ছাত্র। মৃতের নাম মলয় প্রামাণিক।
জানা গিয়েছে, ওই ছাত্ররা সকলে পড়েন উত্তর ২৪ পরগনার আড়িয়াদহ কালাচাঁদ হাইস্কুলে। সোমবার স্কুল বাঙ্ক করে গঙ্গা পেরিয়ে উত্তরপাড়ায় আসেন। সেখানেই গঙ্গার পাড়ে বসে বিয়ার খাচ্ছিলেন সকলে। বৃষ্টির কারণে লঞ্চ ছাড়তে দেরি হওয়ায় দু’জন সিগারেট কিনতে যান দোকানে। এবার বাড়ি ফেরার দেরি হচ্ছিল। তাই জেটি থেকে ঝাঁপ মেরে লঞ্চে উঠতে যান মলয়। তখনই হল গন্ডগোল। মদ্যপ অবস্থায় আচমকাই পা পিছলে পড়ে যান। তলিয়ে যান। দ্রুত তাঁকে বাঁচাতে গঙ্গায় ঝাঁপ দেন জলসাথীর এক কর্মী বিক্রম সিং। দীর্ঘক্ষণ চলে খোঁজাখুঁজি। কিন্তু খোঁজ পাওয়া যায়নি মলয়ের।
নিখোঁজ ছাত্রের দাদা সৌরভ বলেন, তিনি বাড়িতে ছিলেন। ভাইয়ের বন্ধুদের থেকে খবর পেয়ে উত্তরপাড়া আসেন। লঞ্চে উঠতে গিয়ে এই দুর্ঘটনা।