হুগলি: নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির ধাক্কা গ্যাস ট্যাঙ্কারের পিছনে। ঘটনাস্থলেই মৃত্যু তিন যুবকের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) লিলুয়া থেকে বর্ধমান যাওয়ার পথে সিঙ্গুর খাসের ভেরি এলাকায়। মৃতদের নাম প্রদীপ মন্ডল(৩৫), বিকাশ সিং(৩০) ও সন্তু দত্ত(৩৬)।
জানা গিয়েছে, তিন যুবক গাড়িতে লিলুয়া থেকে বর্ধমান যাচ্ছিলেন। তাঁদের গাড়ির গতিবেগ স্বাভাবিকের থেকে বেশি ছিল। গাড়ির সামনেই ছিল একটি গ্যাস ট্যাঙ্কার। গাড়িটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গ্যাস ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি।
দুমড়ে মুছড়ে যায় গাড়ির সামনের অংশ। ভিতরেই আটকে পড়েন চার জন। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। চার জনকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিন জনকে মৃত বলে ঘোষণা করেন। গুরতর আহত এক জনকে চূুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ৭ মাসের শিশুকে রাস্তায় ছেড়ে পালানোর চেষ্টা করোনা আক্রান্ত বাবার! তারপর…
পুলিশ জানিয়েছে, মৃতদের বাড়ি হাওড়ার লিলুয়া থানার পঞ্চাননতলা এলাকায়। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।