হুগলি:ঝড়ের গতিতে চলছিল গাড়ি। যার জেরে খোয়াতে হল প্রাণ। মৃত্যু হল একই পরিবারের তিনজনের। রাজারহাট থেকে বর্ধমান (Bardhaman) যাওয়ার পথে সকালবেলাই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হুগলি।
সূত্রের খবর, কলকাতার রাজারহাট থেকে বর্ধমান যাচ্ছিলেন বছর পঁয়ষট্টির কাজল দেব। নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মনিকা দেব (৬০), মেয়ে কমলিকা সাধু ও নাতি সিবং সাধু(৪)। বর্ধমান যাওয়ার পথে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর খাসেরভেঁড়ি গ্রামের কাছে এসে আর গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি কাজলবাবু। গাড়ি উল্টে গিয়ে পড়ে সোজা নয়ানজুলিতে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।
ঘটনার পরই সেখানে পৌঁছে যান স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গাড়ির কাচ ভেঙে উদ্ধার করে চারজনকে। কিন্তু ঘটনাস্থানেই মৃত্যু হয় মনিকা দেব তাঁর মেয়ে কমলিকা সাধু ও ছোট্ট সিবং এর। পরে পুলিশ চারজনকে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। আহত দাদু কাজল দেব চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনা। দেশে প্রতিবছরই প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয় পথ দুর্ঘটনায় (Road Accident)। বিগত পাঁচ বছর ধরে এমনই পরিসংখ্য়ান রয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রক(Union Ministry of Road Transport and Highways)-র কাছে। দেশে পথ দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যু কমাতেই এ বার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ৭,২৭০ কোটি টাকার রাজ্য সহায়তা প্রকল্পের সূচনা করা হচ্ছে, যা মাধ্যমে পথ দুর্ঘটনা কমানোর চেষ্টা করা হবে।
২০১৯ সালেই দেশে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১.৫১ লক্ষ মানুষের। এরমধ্যে কেবল ১৪টি রাজ্য থেকেই ১ লক্ষ ২৭ হাজারের বেশি পথ দুর্ঘটনায় মৃত্যুর খব র মিলেছে। ২০২০ সালে করোনা সংক্রমণের জেরে বছরের অধিকাংশ সময়ই লকডাউন থাকলেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩২ হাজার মানুষের। কেন্দ্রের এই নতুন প্রকল্পের লক্ষ্য হল আগামী ২০২৭ সালের মধ্যে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ কমিয়ে আনা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, কেন্দ্র অনুমোদিত ও সাহায্যপ্রাপ্ত এই প্রকল্প আগামী ৬ বছরের জন্য ১৪টি রাজ্য়ে চালু করা হবে, যেখানে দেশের মোট পথ দুর্ঘটনায় মৃত্যুর ৮৫ শতাংশই হয়। এই প্রকল্পের জন্য বরাদ্দ বাজেটের মধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে ৩৬৩৫ কোটি টাকা খরচ হবে এবং বিশ্ব ব্যাঙ্ক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তরফে ১৮১৮ কোটি টাকা ঋণ হিসাবে দেওয়া হবে।
কেন্দ্রীয় পরিবহন মন্ত্রকের তরফে এরমধ্যে ৫৪৫ কোটি টাকা উন্নয়নের কাজে ব্যবহৃত হবে। বাকি টাকা ১৪টি রাজ্যে বন্টন করে দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারগুলি একদিকে যেমন পথ সুরক্ষা নিয়ে তৃণমূল স্তর থেকে প্রচার চালাবে, একইসঙ্গে কীভাবে দুর্ঘটনা কমানো যায়, সেই বিষয়টিতেও দৃষ্টিপাত করবে।
আরও পড়ুন: Private School Fees: বেতন নিয়ে বেসরকারি স্কুলগুলিকে বিশেষ নির্দেশ হাইকোর্টের