আরামবাগ: হিংসা যেন থামছেই না। কার্যত পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) সলিল সমাধি দেখতে পাওয়া যাচ্ছে গোটা রাজ্যেই। ঝরছে রক্ত। শাসক থেকে বিরোধী, প্রাণ যাচ্ছে প্রায় সব দলের কর্মীদের। সকাল ৭টা ভোট শুরু থেকে বিকাল ৪টে পর্যন্ত হিসাব বলছে এখনও পর্যন্ত রাজ্যে ভোটের বলি হয়েছেন ১৫ জন। এর মধ্য়ে সবথেকে বেশি মৃত্যু মুর্শিদাবাদে। এরইমধ্যে এবার ভোট দিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন তিন ভোটার। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির খানাকুলে। আহতদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে।
সূত্রের খবর, এদিন দুপুরের পর খানাকুলের নতিবপুরে বিহারীলাল প্রাথমিক বিদ্যালয়ে ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, তখনই কালো কাপড়ে মুখ বেঁধে ওই ভোট কেন্দ্রে হামলা চালায় দুষ্কৃতীরা। এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। তখনই দুজনের পেটে গুলি লাগে। অন্যজনের নাকে গুলি লাগে। আহতদের তালিকায় রয়েছেন কাজল পাঁজা, সৌমেন লালা, অশোক বাউর। এরা সকলেই খানাকুলের নতিবপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে।
ইতিমধ্যেই তাঁদের উদ্ধার খানাকুলের নতিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়েছে পুলিশ। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এদিকে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থেকে, বীরভূমের রামপুরহাট, ময়ূরেশ্বর, ভোটের দিন সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে একাধিক এলাকায়। হুগলির আরামবাগের ধামসা হাইস্কুলে ভোটকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায়। উত্তরবঙ্গেও দেখা গিয়েছে ব্যাপক হিংসার ছবি। দিনহাটা থেকে তুফানগঞ্জ, মাথাভাঙা, চিত্রটা সর্বত্রই এক।