হুগলি: ভোট কবে,কে প্রার্থী হবে তা এখনও ঠিক হয়নি। তবে তার আগেই লোকসভা ভোটের দেওয়াল লেখা শুরু করল বিজেপি। যা নিয়ে কটাক্ষ করতে ভোলেনি তৃণমূল। এর আগে পূর্ব মেদিনীপুরেও বিজেপি-কে ভোট দেওয়ার আবেদন জানিয়ে দেওয়াল লিখছিল পদ্ম শিবির। একই পন্থা অবলম্বন করা হল হুগলিতে।
জানা গিয়েছে, হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তুষার মজুমদার দলের কর্মীদের নিয়ে এই দেওয়াল লিখেন। হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন শুরু করেন তিনি। কিন্তু প্রার্থী তো ঘোষণা হয়নি। তাহলে নাম রয়েছে কার? জানা গিয়েছে, প্রার্থীর নাম না থাকলেও দুর্নীতিমুক্ত বিজেপিকে ভোট দেওয়ার আবেদন করার পাশাপাশি রাম রাজ্যের লক্ষে ভোট দিতে আবেদন করা হয়েছে।
এ প্রসঙ্গে তুষার বলেন, “আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা দেওয়াল লিখে শুরু করেছিলেন। তারপর রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন। এবার জেলা সভাপতি লিখছেন। এটা দলের ঘোষিত কর্মসূচি।” বিজেপির আগেভাগে দেওয়াল লেখাকে কটাক্ষ করে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “গাছে কাঁঠাল গোঁফে তেল। প্রার্থীর খোঁজ নেই। দেওয়াল লিখছে। সূঁচ চালুনির বিচার করে। ওরা যতই দেওয়াল লিখুক। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনে আছেন। আমাদের দলে ভাল-ভাল স্ট্রাইকার আছে।”