Mamata Banerjee: ‘I.N.D.I.A-কে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য…’, বার্তা মমতার

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

May 15, 2024 | 9:09 PM

Mamata Banerjee: মমতা বলেন, "এখানকার বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওই দুটো আমাদের সঙ্গে নেই। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনওদিন অসুবিধা না হয়।"

Follow Us

হুগলি: লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব।’ যদিও তৃণমূল নেত্রী এটাও স্পষ্ট করে দেন, বাংলার সিপিএম ও কংগ্রেসের সঙ্গে তাঁর দলের কোনও সম্পর্ক নেই। তিনি দিল্লির রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন। এদিন হুগলি চুঁচুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় এই অবস্থান স্পষ্ট করে দেন তিনি। মমতা বললেন, “এখানকার বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওই দুটো আমাদের সঙ্গে নেই। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনওদিন অসুবিধা না হয়।

বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের নামকরণও করেছেন তিনিই। কিন্তু এদিন তাঁর বক্তব্যের পর বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তাহলে কি ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি? বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন দেওয়ারই কি ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী? উল্লেখ্য, এবারের লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলের ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিরোধীদের ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে।

আজ নির্বাচনী প্রচারসভায় মমতার বক্তব্যের কী ব্যাখ্যা? সে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল নেতা কুণাল ঘোষকেও। তাঁর অবশ্য বক্তব্য, দলে মমতা যা বলবেন, সেটাই চূড়ান্ত। কুণাল বলেন, “তিনি আমাদের নেত্রী। তিনি যা বলেছেন সেটাই চূড়ান্ত। এটা নিয়ে কোনও উত্তর দেব না। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিজেপি হারছে। তবে মমতা আগেই বলেছেন, ইন্ডিয়া জোটে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে তৃণমূল এবং বাংলার দাবি-দাওয়া আদায় করা হবে।”

হুগলি: লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে ইন্ডিয়া জোটে তৃণমূলের অবস্থান নিয়ে আবারও মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন, ‘ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব।’ যদিও তৃণমূল নেত্রী এটাও স্পষ্ট করে দেন, বাংলার সিপিএম ও কংগ্রেসের সঙ্গে তাঁর দলের কোনও সম্পর্ক নেই। তিনি দিল্লির রাজনীতিতে ইন্ডিয়া জোটের সঙ্গে রয়েছেন। এদিন হুগলি চুঁচুড়ায় এক জনসভায় বক্তব্য রাখার সময় এই অবস্থান স্পষ্ট করে দেন তিনি। মমতা বললেন, “এখানকার বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না। ওই দুটো আমাদের সঙ্গে নেই। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে, বাইরে থেকে সবরকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলায় আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। ১০০ দিনের কাজে কোনওদিন অসুবিধা না হয়।

বিরোধীদের ইন্ডিয়া জোটের অন্যতম কাণ্ডারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জোটের নামকরণও করেছেন তিনিই। কিন্তু এদিন তাঁর বক্তব্যের পর বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। তাহলে কি ইন্ডিয়া জোটকে সমর্থন করলেও মন্ত্রিসভায় যোগ না দেওয়ার ইঙ্গিত দিলেন তিনি? বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন দেওয়ারই কি ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী? উল্লেখ্য, এবারের লোকসভা ভোটের আগে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূলের ইস্তেহারে একগুচ্ছ প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঘাসফুল শিবিরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিরোধীদের ইন্ডিয়া জোট কেন্দ্রে ক্ষমতায় এলে সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে।

আজ নির্বাচনী প্রচারসভায় মমতার বক্তব্যের কী ব্যাখ্যা? সে নিয়ে প্রশ্ন করা হয়েছিল তৃণমূল নেতা কুণাল ঘোষকেও। তাঁর অবশ্য বক্তব্য, দলে মমতা যা বলবেন, সেটাই চূড়ান্ত। কুণাল বলেন, “তিনি আমাদের নেত্রী। তিনি যা বলেছেন সেটাই চূড়ান্ত। এটা নিয়ে কোনও উত্তর দেব না। কিন্তু একটা বিষয় স্পষ্ট, বিজেপি হারছে। তবে মমতা আগেই বলেছেন, ইন্ডিয়া জোটে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করবে তৃণমূল এবং বাংলার দাবি-দাওয়া আদায় করা হবে।”

Next Article