হুগলি: প্রথমে আরজি কর। তারপর আবার সাগরদত্ত হাসপাতাল। চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে পূর্ণ কর্মবিরতি চালাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আর তাঁদের এই প্রতিবাদ কর্মসূচি নিয়ে বারেবারে কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁদের। এবার ফের একবার জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে মুখ খুললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মানুষের পরিষেবা বন্ধ করে আন্দোলন কোনওদিন সার্থক হতে পারে না। এভাবে সরকারও বদল হয় না। তিনি আরও বলেন যে, মানুষ ওদের ভগবার মনে করে। সেই ভগবান যদি অবহেলা করে তাহলে আর বলার কিছু নেই।
বুধবার সন্ধেয় হুগলি চণ্ডিতলায় মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধনে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ জুনিয়র ডাক্তারদের নতুন করে কর্মবিরতি নিয়ে বলেন, “দাবি পূরণ না হলে পরিষেবা দেব না। এটা কী ধরনের কথা। মানুষ যেদিন জাগ্রত হবে, মানুষের পরিষেবা বন্ধের আন্দোলন সার্থকতা পেতে পারে না। মানুষকে পরিষেবা না দিয়ে বিপ্লব আন্দোলন হয় না। গরিব মানুষকে চিকিৎসা না দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, আর ডাক্তাররা আটটা দশটা দাবি নিয়ে রাস্তায় বসে থাকবেন হতে পারে না। মানুষই এর উত্তর দেবে।”
তিনি বলেন, “সরকারকে থ্রেট করে, ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না। সরকার আসে মানুষের আশীর্বাদ নিয়ে। জেএনইউ-র কালচার পশ্চিমবাংলায় হয় না। এ বাংলা নজরুল রবীন্দ্রনাথের বাংলা।”
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ওরা প্রচণ্ড শিক্ষিত। সাধারণ মানুষ ওদের ভগবানের চোখে দেখে। সেই ভগবানরা যদি অবহেলা করে তাহলে কিছু করার নেই। সুপ্রিম কোর্টে মামলা চলছে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী সব হচ্ছে। একটা জায়গায় তো বিশ্বাস রাখতে হবে। সুপ্রিম কোর্টের উপর বিশ্বাস রাখতে হবে।”