Dipsita Dhar: ‘ওর বক্তব্য ভাল লাগে’, দীপ্সিতাকে দেখেই এগিয়ে এলেন তৃণমূলের প্রবীর ঘোষাল

Dipsita Dhar: প্রবীর ঘোষাল দীপ্সিতা সম্পর্কে বলেন, "তাঁর বক্তব্য ভাল লাগে। তাঁর মতো তরুণ প্রজন্ম রাজনীতিতে আরও বেশি করে আসুক, ভাল করে কাজ করুক।" তিনি আরও জানান, দীপ্সিতার দাদু যখন বিধায়ক ছিলেন তখন তাঁর সঙ্গে পরিচয় ছিল।

Dipsita Dhar: 'ওর বক্তব্য ভাল লাগে', দীপ্সিতাকে দেখেই এগিয়ে এলেন তৃণমূলের প্রবীর ঘোষাল
দীপ্সিতা ধরের সঙ্গে কথা প্রবীর ঘোষালেরImage Credit source: TV9 Network
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2024 | 8:00 PM

শ্রীরামপুর: প্রচারের মাঝে সৌজন্যের ছবি দেখা গেল শ্রীরামপুরে। বাম প্রার্থী দীপ্সিতা ধর যখন প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় দেখা গেল এই ছবি। বুধবার সকালে কোন্নগর প্রচার সারছিলেন দীপ্সিতা। কোন্নগর সুইমিং ক্লাবের সামনে দিয়ে যখন তাঁর প্রচার যাত্রা এগোচ্ছিল, সেই সময় বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল। দুজনেই হাতজোড় করে সৌজন্য বিনিময় করেন। দাঁড়িয়ে দু’জন কিছুক্ষণ কথাও বলেন।

প্রবীর ঘোষাল উত্তরপাড়া বিধানসভা থেকে ২০১৬ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। পরে ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করে কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন তিনি। পরে তৃণমূলে ফেরেন তিনি, তবে তারপর থেকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি তাঁকে।

প্রবীর ঘোষাল দীপ্সিতা সম্পর্কে বলেন, “তাঁর বক্তব্য ভাল লাগে। তাঁর মতো তরুণ প্রজন্ম রাজনীতিতে আরও বেশি করে আসুক, ভাল করে কাজ করুক।” তিনি আরও জানান, দীপ্সিতার দাদু যখন বিধায়ক ছিলেন তখন তাঁর সঙ্গে পরিচয় ছিল।

দীপ্সিতা বলেন, “সৌজন্যের রাজনীতি পশ্চিমবঙ্গে থাকা উচিত। আমরা সমস্ত মানুষের কাছেই যাচ্ছি, তিনি তৃণমূল হোক বা বিজেপি। যদি তিনি আমার ভোটার হন, তাহলে তাঁর কাছে ভোট প্রার্থনা করছি। কথা বলে খুব ভাল লাগল।” এই সৌজন্য স্বাভাবিক বলেও উল্লেখ করেন দীপ্সিতা।