তারকেশ্বর: সাধারণ মানুষকে দিদির সুরক্ষা কবজের মাদুলি বানিয়ে দেওয়ার কথা জানালেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। আরামবাগের সাংসদ রবিবার গিয়েছিলেন কম্বল বিতরণ অনুষ্ঠানে। হুগলি জেলার তারকেশ্বরের বিষ্ণুবাটি এলাকায় দুঃস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে গরিব মানুষদের হাতে কম্বল তুলে দেন তিনি। সেই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অপরূপা। সেখানে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, রাজ্যের বিভিন্ন জেলায় দিদির দূত হয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এই প্রশ্নের জবাবে অপরূপা বলেছেন, “যাঁরা কাজ করছে তাঁদের ভুল হবে। দিদির সুরক্ষা কবজের মধ্যে মানুষকে মাদুলি বানিয়ে দেব।” পাশাপাশি বিজেপিকে কী ভাবে শায়েস্তা করতে হয়, সে কথাও জানিয়েছেন ঘাসফুলের এই সাংসদ।
বিজেপিকে ভূতের সঙ্গে তুলনা করেছেন আরামবাগের সাংসদ। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “তৃণমূল ওঝা। বিজেপি নামক ভূতকে আমরা তাড়াতে জানি। যারা বিরোধিতা করে তাদের তাড়াতে তৃণমূল কংগ্রেস জানে।” বিরোধী দলনেতার প্রসঙ্গ উঠতে তাঁকেও কটাক্ষ করেছেন এই নেত্রী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘লোডশেডিং নেতা’ বলে কটাক্ষ করেছেন। পাশাপাশি নন্দীগ্রামে শুভেন্দুর জয় নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিরোধী দলনেতার মাথা খারাপ হয়েছে বলেও মনে করেন ওই সাংসদ।
অপরূপার বক্তব্যের প্রেক্ষিতে বিজেপির আরামবাগ সংগঠিনিক জেলার সদস্য গণেশ চক্রবর্তী বলেছেন, “যাঁরা গোটা পশ্চিমবঙ্গকে লুঠ করল, সেই তৃণমূল সরকার মানুষকে আইওয়াশের চেষ্টা করছে। মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। তাই এই সুরক্ষা কবজ। কিন্তু মানুশ এখন আপডেট। মানুষ সব বোঝে। আগামী পঞ্চায়েত ভোটে তার জবাব দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে।”