Kalyan Banerjee on Aparna Sen: ‘অপর্ণা মাসিদের মতো মহিলারা এমন ভাব করছেন যেন মমতাকে খেটেখুটে ওঁরাই ক্ষমতায় এনেছেন’

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 14, 2024 | 9:24 PM

Kalyan Banerjee on Aparna Sen: মঙ্গলবার কল্যাণ বলেন, "ওরা কোনও কোনও গায়িকাকে ভাড়া করে নিয়ে আসছে। একটু গানটান গাইবে। আবার কেউ-কেউ এমন ভাব দেখাচ্ছে, এই অপর্ণা মাসিদের মতো মহিলারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় ওঁদের জন্যই ক্ষমতায় এসেছিলেন। ওঁর কোনও ক্যালিবার নেই। এমন দু'একজন বলছেন যেন ওঁরাই খেটেখুটে ক্ষমতায় এনেছেন। মুখ্যমন্ত্রীর কোনও দামই ছিল না। অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে।"

Kalyan Banerjee on Aparna Sen: অপর্ণা মাসিদের মতো মহিলারা এমন ভাব করছেন যেন মমতাকে খেটেখুটে ওঁরাই ক্ষমতায় এনেছেন
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হুগলি: চিকিৎসকদের অনশনকে কটাক্ষ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তাঁর কথায় এটি আমরণ অনশন নয়। এটি হল রিলে অনশন। এমনকী পরিচালক অপর্ণা সেনও কল্যাণবাণে বিদ্ধ হলেন। বললেন, “অপর্ণা মাসিরা মনে করে তারা মমতাকে গদিতে বসিয়েছেন,মমতার কোনও দাম নেই…”

মঙ্গলবার কল্যাণ বলেন, “ওরা কোনও কোনও গায়িকাকে ভাড়া করে নিয়ে আসছে। একটু গানটান গাইবে। আবার কেউ-কেউ এমন ভাব দেখাচ্ছে, এই অপর্ণা মাসিদের মতো মহিলারা যেন মমতা বন্দ্যোপাধ্যায় ওঁদের জন্যই ক্ষমতায় এসেছিলেন। ওঁর কোনও ক্যালিবার নেই। এমন দু’একজন বলছেন যেন ওঁরাই খেটেখুটে ক্ষমতায় এনেছেন। মুখ্যমন্ত্রীর কোনও দামই ছিল না। অপর্ণা মাসিরাই সব গুলিয়ে দিচ্ছে।”

এরপর চিকিৎসদের আন্দোলন প্রসঙ্গে বলেন, “এখন তো অনশন মানে ফাস্টিং আপটু হসপিটালাইজেশন। পরশু একজন হসপিটালে যাচ্ছে। অন্য আর একজন বসে যাচ্ছে। এ তো আমরণ অনশন নয়, রিলে অনশন হচ্ছে।” বস্তুত,  প্রথম থেকেই চিকিৎসদের আন্দোলনকে সমর্থন করতে দেখা গিয়েছিল অপর্ণাকে। ধর্মতলাতেও গিয়েছিলেন তিনি। অনশনকারীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় অপর্ণাকে।

যদিও, পাল্টা জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, “উনি কি চাইছেন?এখানে বসে মরে যাক। এখানে কেউ চকোলেট স্যান্ডউইচ খেয়ে অনশন করছে না। আমরা জানি এখানে অনশন করলে কার শরীরে কী হচ্ছে। আমরণ অনশন সাথীরা করছেন। তাঁরা নিজেরা বলছেন ভর্তি হবেন না। আমাদের তো দায়িত্ব রয়েছে? সেই জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

Next Article