অবাধে দেহব্যবসা, জুয়ার ঠেক! লজে তালা ঝুলিয়ে দিল তৃণমূল

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Sep 01, 2021 | 9:28 PM

TMC: তারকেশ্বর পৌর এলাকার স্বপ্নপুরী নামের একটি লজে বুধবার সন্ধ্য়ায় আচমকা অভিযান চালায় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকেরা।  অভিযোগ, ওই লজে বেআইনি জুয়ার আড্ডা, মদ গাঁজার ঠেক চলে।

অবাধে দেহব্যবসা, জুয়ার ঠেক! লজে তালা ঝুলিয়ে দিল তৃণমূল
সেই লজ, নিজস্ব চিত্র

Follow Us

হুগলি: দিনের পর দিন অবাধে লজের মধ্য়ে খোলাখুলিই চলত দেহব্যবসা। বন্ধ ঘরে গাঁজা, জুয়ার ঠেকে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ। বুধবার তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মীরা এসে সেই লজেই ঝুলিয়ে দিলেন তালা। তোলা না পেয়ে শাসক শিবিরের অভিযান, কটাক্ষ বিজেপির (BJP)।

তারকেশ্বর পৌর এলাকার স্বপ্নপুরী নামের একটি লজে বুধবার সন্ধ্য়ায় আচমকা অভিযান চালায় তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকেরা।  অভিযোগ, ওই লজে বেআইনি জুয়ার আড্ডা, মদ গাঁজার ঠেক চলে। শুধু তাই নয়, অবাধে চলে দেহব্যবসাও। বাইরে থেকে প্রতিদিনই আনা হয় নিত্য়নতুন মহিলাদের অভিযোগ এমনটাই। সেই লজে অভিযান চালিয়ে তালা ঝুলিয়ে দিলেন তারকেশ্বর পৌর এলাকার তৃণমূল কর্মী সমর্থকেরা।

স্থানীয় এক তৃণমূল যুব নেতা অনুপ পণ্ডিতের কথায়, “আমরা অনেকদিন ধরেই খবর পাচ্ছিলাম যে এই লজে নানারকম অবৈধ কারবার চলে। আমরা বিভিন্ন সময়ে  দেখেছি এখানে অবৈধ গাঁজার ঠেক আর জুয়ার আড্ডা বসে। বাইরে থেকে মহিলাদের এনে খোলাখুলি দেহব্যবসা চলত। সাধারণ মানুষই অভিযোগ করেছিলেন। আমরা তারপরেই জেলাশাসক এবং বিধায়কের সঙ্গে কথা বলি। বিধায়ক আমাদের নির্দেশ দেন এই লজে অবিলম্বে তালা দিতে হবে। সেইমতো আমরা এখানে এসে অভিযান চালিয়ে লজে তালা দিয়ে দিয়েছি।”

প্রশ্ন উঠছে কার নির্দেশে এই লজ চলছিল? পুলিশ কেন কোনও ব্যবস্থা নেয়নি? যদিও, তৃণমূল যুব নেতা জানিয়েছেন, পুলিশ নিয়ম মেনেই কাজ করছে। নিয়মাফিক অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনে তদন্ত আরও জোরদার করা হবে। ইতিমধ্য়েই ঘটনায় লজের মালিক-সহ আরও দুই-তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের তল্লাশি চলছে।

লজের এক কর্মীর কথায়, “চারবন্ধু মিলে এই লজ চালাত। আমরা জানতাম না এখানে কারা আসে। তবে মহিলাদের আসতে দেখতাম। আমরা সাধারণ কর্মী। আমাদের আলাদা করে কোনও নির্দেশ দেওয়া হয়নি। তাই কখনও বুঝতে পারিনি।” অন্য আরেক কর্মীর কথায়, “এখানে জুয়া-মদের আড্ডা বসত। আমরা বিভিন্নসময়ে দেখেছি লজে মহিলারা আসতেন। রোজই নিত্যনতুন মহিলাদের দেখা যেত। পরে জানতে পেরেছিলাম এখানে দেহব্য়বসা চলে। কিন্তু ভয়ে কিছু বলতে পারিনি।”

যদিও, শাসক শিবিরের এ হেন অভিযানকে কটাক্ষ করেছে গেরুয়া শিবির। আরামবাগের সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ  বলেন, “তৃণমূলের স্বভাব হল কাটমানি খাওয়া আর তোলা আদায় করা। ওই লজের মালিক তোলা দিতে অস্বীকার করেছে। তাই এই অভিযান করে তালা লাগিয়ে দেওয়া হল। এর বাইরে আর কোনও উদ্দেশ্য নেই। খোঁজ নিলে দেখা যাবে, ওই লজের মালিকানার সঙ্গে তৃণমূলের নেতারাই জড়িত।”

ঘটনায়, তারকেশ্বর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শাসক শিবির থেকে প্রাপ্ত লিখিত অভিযোগের মাধ্য়মেই তদন্ত করে দেখা হচ্ছে। গোটা ঘটনাটি জেলাশাসককেও লিখিতভাবে জানানো হয়েছে। প্রশাসন সূত্রে খবর, গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে। আরও পড়ুন:  বন্ধ সরকারি স্কুলে পরীক্ষা! TV9-এর খবরের জেরে নতিস্বীকার স্কুল কর্তৃপক্ষের

 

 

 

Next Article