Road Accident: প্রবল বৃষ্টির মাঝেই মর্মান্তিক পথ দুর্ঘটনা! আরামবাগে লরির চাকায় জড়িয়ে গেল ২ বছরের শিশু, হাসপাতালের পথে মৃত আরও এক
Road Accident: স্থানীয় বাসিন্দারা বলছেন, গাড়িটি স্কুটির পেছনে ধাক্কা মারে এবং স্কুটিতে থাকা বাচ্চা একদিকে আর বাচ্চার মামিমা একদিকে পড়ে। লরিটি এক্কেবারে বাচ্চার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু। মারাত্মকভাবে জখম হন বাবা ও মামিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার হরিণখোলা ক্যাম্পের পুলিশ।

আরামবাগ: প্রবল বৃষ্টির মাঝেই মর্মান্তিক পথ দুর্ঘটনা আরামবাগে। লরির চাকায় জড়িয়ে গেল ২ বছরের শিশু। মৃত্যু হল তার মামিমারও। মারাত্মকভাবে জখম হয়েছে শিশুটির বাবা। ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুরে কলকাতা-আরামবাগ ২ নম্বর রাজ্য সড়কে। মৃত শিশুটির নাম আরেফিন খাতুন (২)। মৃত মহিলার নাম মানসী বেগম (৩০)। তাদের বাড়ি তারকেশ্বরের চাঁপাডাঙ্গায়।
সূত্রের খবর, আরেফিন খাতুনের মা আরামবাগ নার্সিংহোমে ভর্তি আছেন। তাকেই দেখতেই তার বাবা ও মামিমার সাথে যাচ্ছিল শিশুটি। প্রবল বৃষ্টি হচ্ছিল। যার জেরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন মায়াপুরে। বৃষ্টি থামতেই স্কুটি নিয়ে যেতে শুরু করেন। মায়াপুর পার না হতেই পিছন থেকে তারকেশ্বর থেকে আরামবাগমুখী জলযাত্রীর একটি লরি বেপরোয়াভাবে আসে। চোখের পলকেই সব শেষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গাড়িটি স্কুটির পেছনে ধাক্কা মারে এবং স্কুটিতে থাকা বাচ্চা একদিকে আর বাচ্চার মামিমা একদিকে পড়ে। লরিটি এক্কেবারে বাচ্চার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু। মারাত্মকভাবে জখম হন বাবা ও মামিমা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগ থানার হরিণখোলা ক্যাম্পের পুলিশ। মানসি বেগমকে গুরুতর আহত অবস্থায় পুলিশের গাড়িতে করে আরামবাগ মেডিকেল কলেজে পাঠানো হয়। জানা গিয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান ওই মহিলা। খবর পেয়ে চোখ জল নিয়ে ছুটে আসেন পরিবারের লোকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেহাল দশার জন্যই বারবার এই দুর্ঘটনা ঘটছে। পুলিশ দু’জনের দেহই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে।
