Panchayat Elections 2023: জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে একের পর এক বোমা, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে

Sanath Majhi | Edited By: জয়দীপ দাস

Jul 02, 2023 | 10:24 AM

Panchayat Elections 2023: চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে। তবে বোমা না ফাটায় প্রাণে বেঁচে গিয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমার মালিক।

Panchayat Elections 2023: জাঙ্গিপাড়ায় বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে একের পর এক বোমা, অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
জাঙ্গিপাড়ায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য
Image Credit source: TV-9 Bangla

Follow Us

আরামবাগ: অশান্তি যেন থামছেই না। কয়েকদিন আগেই হুগলির আরামবাগে সিপিএম প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। একাধিক জায়গা থেকে লাগাতার বোমা উদ্ধারের (Bomb Recovery) ঘটনায় বাড়তে থাকে উত্তেজনা। এরইমধ্যে এবার জাঙ্গিপাড়া পঞ্চায়েত সমিতির বিজেপি (BJP) প্রার্থীকে লক্ষ্য করে একের পর এক বোমা ছোড়ার অভিযোগ উঠল। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

এদিন চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে জাঙ্গিপাড়া থানার আটপুর পঞ্চায়েতের রাজহাটি গ্রামে। তবে বোমা না ফাটায় প্রাণে বেঁচে গিয়েছেন বিজেপি প্রার্থী রাজকুমার মালিক। ঘটনায় ইতিমধ্যেই জাঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। এলাকা থেকে দুটি বোমা উদ্ধারও করেছে পুলিশ। রাজকুমার মালিক জানাচ্ছে, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কয়েকজব অচেনা লোক তাঁর পিছু নেয়। প্রথমে তাঁকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। তারপরই পরপর দুটি বোমা ছুড়ে পালিয়ে যায়। 

ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও। বিজেপি প্রার্থী রাজকুমারের দাবি, বিজেপি প্রার্থী হওয়াতেই তাঁর উপর আক্রমণের চেষ্টা করছে শাসকদলের দুষ্কৃতীরা। ঘটনায় বিজেপির হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, “ভয় পেয়েই তৃণমূল এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। আর পুলিশ নাকি বলছে ওটা বোনা নয়, সুতুলির দড়ি। আসলে পুলিশ শাসকদলের দলদাস। তাই এসব বলছে।”

তবে সমস্ত অভিযোগই উড়িয়েছে তৃণমূল। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল জেলা সভাপতি অরিন্দম গুইন বলছেন, “সব মিথ্যা অভিযোগ। বোমাই নয় ওগুলো। সুতুলির দড়ি। জাঙ্গিপাড়ায় বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই এসব মিথ্যা অভিযোগ করছে।”

Next Article