তারকেশ্বর: নির্দল প্রার্থীর বাড়িতে গিয়ে বৃদ্ধা মায়ের হাতে সাদা থান তুলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে। কয়েকদিন আগেই এ ছবি দেখতে পাওয়া গিয়েছিল জয়নগর ১ নম্বর ব্লকের অন্তর্গত চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে। এবার যেন সেই ছবিই ফিরল হুগলির (Hooghly) তারকেশ্বরে (Tarakeshwar)। বিজেপিকে ভোট দিলে বিধবা করে দেব, এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে এই হুমকি দিচ্ছেন তৃণমূলের লোকজন। এই অভিযোগ সামনে আসতেই তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতর।
একইসঙ্গে আস্তারা দত্তপুর গ্রাম পঞ্চায়েতের ৩৫ নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী সুমনা মণ্ডলকে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পাশাপাশি ১৫৭ নম্বর বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী উত্তম ঢালীকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। এদিকে বিজেপি প্রার্থী সুমনা মণ্ডলের অভিযোগ, “আজ সকাল থেকেই আমাদের প্রচারে বাধা দিচ্ছিল তৃণমূলের দুষ্কৃতীরা। গত কয়েক দিন ধরে এলাকায় অনেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে হুমকিও দিচ্ছিল। বলছে বিজেপিকে ভোট দিলে বিধবা করে দেওয়া হবে।”
এ ঘটনায় তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন সুমনা দেবী। যদিও তৃণমূলের অঞ্চল সভাপতি পলাশ লোহারের দাবি, সবই ভিত্তিহীন অভিযোগ। প্রচারের আলোয় আসার জন্যই বিজেপি এসব করছে।