কাকদ্বীপ: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) লড়ছিলেন শাসকদলের বিরুদ্ধে। বিগত কয়েকদিন ধরে জোরকদমে প্রচারও করেছেন। এরইমধ্যে কাকদ্বীপের (Kakdwip) মন্দিরে নির্বাচনে জয় কামনায় পুজো দিতে গিয়ে আর বাড়ি ফিরলেন না আরামবাগের (Arambagh) গৌরহাটি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণবাটি ৮ নম্বর সংসদের সিপিএম প্রার্থী সুমিত্রা দাস। রহস্যজনকভাবে বারুইপুরে ট্রেন লাইনের পাশে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। সুমিত্রা দেবীর পরিবারের সদস্যদের দাবি, তাঁকে খুন করা হয়েছে। এদিকে ভোটের মুখে এ ঘটনায় ব্যাপক চাপানউতর তৈরি হয়েছে আরামবাগে।
এলাকার ১০-১২ জনের একটি দলের সঙ্গে কাকদ্বীপ গিয়েছিলেন সুমিত্রা দেবী। উদ্দেশ্য সেখানে এক মন্দিরে পুজো দেওয়া। ওই দলে থাকা এক ব্যক্তিই সম্প্রতি সুমিত্রা দেবীকে লাগাতার বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন বলে খবর। এদিকে সুমিত্রা দেবীর স্বামী উত্তর দাস ৩ বছর আগে মারা গিয়েছেন। তাঁর বাড়িতে সন্তানেরাও রয়েছে। এদিকে স্বামী বিয়োগের পর থেকেই ওই ব্যক্তি সুমিত্রা দেবীকে বিয়ের জন্য জোর করতে থাকেন বলে খবর। কাকদ্বীপে গিয়েও চলতে থাকে জোরাজুরি। ঘটনার কথা সুমিত্রা দেবী তাঁর দলীয় নেতৃত্বকে জানিয়েও ছিলেন বলে খবর। এরইমধ্যে সোমবার দুপুরে তিনি একাই বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন।
এরইমধ্যে সোমবার বিকালে বারুইপুরে রেললাইনের ধার থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তাতেই বেড়েছে রহস্য। জিআরপি সূত্রে খবর, লাইনে চলন্ত ট্রেনের সঙ্গে একজনের ধাক্কা লেগেছে বলে এক ট্রেনের ড্রাইভার তাঁর নোটে উল্লেখ করেছেন। যদিও তিনি সুমিত্রা দেবী কি না তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। আর ধাক্কা লাগলেও কী করে ঘটল দুর্ঘটনা তা নিয়েও রয়েছে রহস্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুমিত্রা দেবীর বাড়ির সদস্য অলোকা দাস বলছেন, “আমাদের মনে হচ্ছে ট্রেনে ধাক্কা লেগে ও মারা যায়নি। কেউ খুন করে ওখানে ফেলে রেখে গিয়েছে।”