Hooghly News: ফেরা হল না ঘরে, বজ্রাঘাতে মাঝ রাস্তাতেই চিরনিদ্রায় গৌতম-সন্দীপ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 13, 2022 | 12:00 AM

Hooghly News: মৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম এলাকায়। তাঁরা পেশায় রাজমিস্ত্রি।

Hooghly News: ফেরা হল না ঘরে, বজ্রাঘাতে মাঝ রাস্তাতেই চিরনিদ্রায় গৌতম-সন্দীপ

Follow Us

গোঘাট: বর্ষা হোক বা শীত, আচমকা আকাশ ফাটা বজ্রপাতের (lightning) জেরে মৃত্যুর ঘটনা এ রাজ্যে নতুন। সেই বজ্রপাতের কারণে মৃত্যু হল দুই যুবকের (Two youths died)। আহত হয়েছেন আরও পাঁচ জন। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে হুগলির (Hooghly) গোঘাটের আগাই গ্রামে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। পুলিশ জানিয়েছে মৃত দুই যুবকের নাম গৌতম মাঝি (২৯) ও সন্দীপ দুলে (২০)। 

সূত্রের খবর, মৃত দুই যুবকের বাড়ি বাঁকুড়ার কোতুলপুর থানার লাউগ্রাম এলাকায়। তাঁরা পেশায় রাজমিস্ত্রি। পরিবার ও এলাকা সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ১৫ জন রাজমিস্ত্রির একটি দল গোঘাটের আগাই গ্রামে ঢালাইয়ের কাজে গিয়েছিল। সেই দলেই ছিল গৌতম ও সন্দীপ। এদিকে কাজ শেষে যখন তাঁরা বাড়ির ফিরতি পথ ধরেছিল তখন ব্যাপক বৃষ্টি নামে। সঙ্গে ঘন ঘন বজ্রপাতও হয়৷  বাড়ি যাওয়ার পথে বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি মাচার ভেতর আশ্রয় নেন তাঁরা সকলেই। সেই সময় ওই জায়গায় আচমকা একটি বজ্রপাত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গৌতম ও সন্দীপের।

বাজের আঘাতে গুরুতরভাবে আহত হন আরও ৫ জন। আহতরা আরামবাগ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে প্রত্যক্ষদর্শী অশোক দে বলেন, “আমার বাড়িও ওই এলাকাতেই। বাজ পড়তেই ছুটে গিয়ে দেখি চারদিকে সকলে ছড়িয়ে পড়ে রয়েছে। দ্রুত আমরা ওদের উদ্ধার করি। তড়িঘড়ি ওদের হাসপাতালে নিয়ে আসা হয়। তবে চিকিৎসকরা দেখা মাত্রই দুজনকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তারবাবুরা।” 

Next Article