Uttarpara: ৩৪ বছর ধরে গঙ্গায় স্নান করছেন, তবে কাজে এল না অভিজ্ঞতা, তলিয়ে গেলেন বৃদ্ধ

Ashique Insan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2024 | 6:01 PM

Uttarpara: খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে মৃতদেহ উদ্ধার করে গঙ্গা থেকে। বিগত এক বছরে উত্তরপাড়া কোন্নগর এলাকায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে গঙ্গায় ডুবে। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পরপর এতজন মানুষের জলে ডুবে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে।

Uttarpara: ৩৪ বছর ধরে গঙ্গায় স্নান করছেন, তবে কাজে এল না অভিজ্ঞতা, তলিয়ে গেলেন বৃদ্ধ
গঙ্গায় তলিয়ে গেলেন বৃদ্ধ
Image Credit source: Tv9 Bangla

Follow Us

উত্তরপাড়া: উত্তরপাড়ায় গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম মহাদেব পাল (৭০)। বাড়ি ভদ্রকালী শখেরবাজার হাউসিং এলাকায়। এদিন বেলায় ভদ্রকালী শখের বাজারের গঙ্গার ঘাটে স্নান করতে গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি। স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধ দীর্ঘ চৌত্রিশ বছর ধরে গঙ্গার ঘাটে স্নানে আসেন। প্রতিদিন সাঁতারও কাটতেন। রবিবার হঠাৎ স্নান করতে এসে তিনি জলের তলিয়ে যান।

খবর পেয়ে আসে উত্তরপাড়া থানার পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম এসে মৃতদেহ উদ্ধার করে গঙ্গা থেকে। বিগত এক বছরে উত্তরপাড়া কোন্নগর এলাকায় ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে গঙ্গায় ডুবে। একটি নির্দিষ্ট এলাকার মধ্যে পরপর এতজন মানুষের জলে ডুবে যাওয়ার ঘটনা চিন্তায় ফেলেছে স্থানীয় প্রশাসনকে। এই কারণেই ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি স্থানীয় অফিস কোন্নগরে তৈরি করার প্রচেষ্টা চলছে পুসভার পক্ষ থেকে।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, মহাদেববাবু দীর্ঘদিন ধরে গঙ্গায় স্নান করেন। আজ যে কী হল বোঝা গেল না। হঠাৎই তলিয়ে যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ। তারাই উদ্ধার করে নিয়ে যান।

 

Next Article