হুগলি: পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওয়ার্ডের রেল কলোনি এলাকায় দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছেন বলে দাবি পূর্ণিমা চক্রবর্তীর। তাঁর কথায়, পুরসভার চেয়ারম্যানকে এ নিয়ে জানিয়েছেন। এরপর মহালয়ার দিন তাঁর বাড়ি-সহ বেশ কয়েকটি বাড়িতে বসানো হয় পাইপ লাইনও। পুরকর্মীরাই তা বসান।
পূর্ণিমা চক্রবর্তীর কথায়, ভেবেছিলেন এবার বুঝি জলের কষ্ট মিটতে চলেছে। কিন্তু পূর্ণিমাদেবীর অভিযোগ, সেই আশায় জল ঢালেন এলাকার তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, কোনও কারণ ছাড়াই বাড়ির জলসংযোগ কেটে দিয়েছেন। এমনকী পুরসভার লাগিয়ে দেওয়া কলের যন্ত্রাংশও খুলে নিয়ে গিয়েছেন কাউন্সিলর। প্রথমে কিছু না বললেও সোমবার ডানকুনি পুরসভায় পূর্ণিমাদেবী লিখিতভাবে সবটা জানিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়।
তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, যেখানে পানীয় জলের পরিষেবা দেওয়ার অনুমতি আছে, সেখানেই পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সংযোগ হচ্ছে। অনুমতি না থাকলে তা দেওয়া হচ্ছে না। এ বিষয়ে ডানকুনি পুরসভার জল পরিষেবা বিভাগের আধিকারিক পীযূষকান্তি পাল বলেন, সোমবারই পুরসভায় একটি অভিযোগ এসেছে। সবটা খতিয়ে দেখা হচ্ছে। শুভজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এরকম কোনও ঘটনা ঘটেইনি। সবটা মিথ্যা অভিযোগ। ডিস্ট্রিবিউশন লাইন না থাকলে আমরা জল দেব কী করে? অভিযোগ অনেকরকমই হতে পারে। খতিয়ে দেখলেই সবটা বোঝা যাবে।”