Extra Marital Affair: দুপুরে ঠাকুরপোর সঙ্গে পুকুর ধারে বসে মহিলা, জেনে ফেলায় দাম চোকাতে হল স্বামীকে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

May 16, 2022 | 3:29 PM

Hoogly: শনিবার এই নিয়ে বাড়িতে মা-ছেলের ঝামেলাও হয়। রাতে বাবা বাড়িতে ফিরলে তাঁর সঙ্গেও স্ত্রীর কথা কাটাকাটি হয়।

Extra Marital Affair: দুপুরে ঠাকুরপোর সঙ্গে পুকুর ধারে বসে মহিলা, জেনে ফেলায় দাম চোকাতে হল স্বামীকে
পরকিয়া স্ত্রীর। মার খেতে হল স্বামীকেই। প্রতীকী চিত্র।

Follow Us

হুগলি: কর্মসূত্রে বাইরে থাকেন স্বামী। অভিযোগ, সেই সুযোগে পাড়ারই এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়ান স্ত্রী। এই ঘটনার প্রতিবাদ করায় ওই মহিলার স্বামীকে মারধর করা হয় বলে অভিযোগ। মেরে চোখের নিচে ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। চুঁচুড়া থানা এলাকার এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। যদিও এই ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক। অভিযুক্তও বিবাহিত। তাঁর স্ত্রীর দাবি, স্বামীর সঙ্গে ওই মহিলা কথাবার্তা বলতেন। এদিক ওদিক যেতেনও। তবে সেটা পাড়ার চেনা বলে। এর বাইরে কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন তিনি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। চুঁচুড়া থানার সাহাগঞ্জ এলাকা। সেখানেই ওই দুই পরিবার থাকে। যে মহিলার বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ উঠেছে, তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। অভিযোগ, ওই মহিলা বাড়িতে ছেলে মেয়ে নিয়ে থাকেন। পাড়ারই এক বিবাহিত যুবকের সঙ্গে তিনি সম্পর্কে জড়ান বলে অভিযোগ। বাড়ির বাইরে প্রায়ই দেখা করেন তাঁরা। শনিবার দুপুরে এলাকার এক পুকুরঘাটে মায়ের সঙ্গে তাঁর ‘প্রেমিক’কে দেখে ফেলে ছেলে। পরিবারের দাবি, পাড়ার ওই যুবক সম্পর্কে দেওরের মতো। তাঁর সঙ্গে এই ধরনের সম্পর্ক নিয়ে বারবার বারণ করেন স্বামী।

শনিবার এই নিয়ে বাড়িতে মা-ছেলের ঝামেলাও হয়। রাতে বাবা বাড়িতে ফিরলে তাঁর সঙ্গেও স্ত্রীর কথা কাটাকাটি হয়। এরইমধ্যে রবিবার দুপুরে পাড়ায় হাঁটতে বেরিয়েছিল ওই মহিলার ছেলে। সে সময় মায়ের ‘প্রেমিক’ তাকে শাসাতে থাকে বলে অভিযোগ। হট্টগোল শুনে মহিলার স্বামী বেরিয়ে এলে তাঁকে মারধর করা হয়। ওই যুবকের মারে তাঁর চোখের নিচে কেটে যায়। সেলাই করতে হয় বলে দাবি করেন তিনি।

ওই ব্যক্তি বলেন, “আমার বউয়ের সঙ্গে একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক আছে। দীর্ঘদিন ধরে চলছে। পাড়ার লোকে অনেকেই বলেছিল। আমি কানে নিতাম না। আমার ছেলে পরশু ওই ছেলেটার সঙ্গে পুকুর পাড়ে বসে থাকতে দেখে। এরপরই মা ছেলের কথা কাটাকাটি হয়। মায়ের সঙ্গে তার ধাক্কাধাক্কিও হয়। রাতে আমি বাড়ি ফিরি। আমার সঙ্গেও বচসা বাধে। এরপরই রবিবার ছেলে দুপুরের খাবার খেয়ে রাস্তায় বেরিয়েছিল। আমার ছেলের উপর চড়াও হয়। আমি ছুটে যেতেই আমাকেও মারে। কী দিয়ে যে মারল আমার মুখে কেটে গেল। দু’টো সেলাইও পড়েছে।” তাঁর দাবি, স্ত্রীকে বারবার নিষেধ করা সত্ত্বেও এই সম্পর্ক তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন।

অন্যদিকে অভিযুক্ত যুবকের মায়ের দাবি, “কী কারণে এসব হচ্ছে আমরা কিছু জানি না। আমি ছেলেকে না করলেও শোনে না। আমরা ঘরের ভিতর থাকি। বাইরে কী হচ্ছে অত কি জানি? লোকে বলে সেটুকু জানতে পারি। আমি শুনেছি ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করে। আমি আর কী বলব।” অন্যদিকে অভিযুক্তের স্ত্রীর কথায়, “ওরা একে অপরের সঙ্গে কথা বলে আমি জানি। পাড়ার চেনা হিসাবে কথা বলে, এদিক ওদিক যায় জানি আমি। কিন্তু আলাদা কোনও সম্পর্ক আছে শুনিনি। আর কাউকে মারধরের প্রশ্নই নেই। উল্টে ওরাই মারধর করে। রাত থেকে আমার বর বাড়ির বাইরে। জানি না কোথায় আছে।”

Next Article