ভোট শেষেই করোনা আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী

সৈকত দাস |

Apr 16, 2021 | 8:12 PM

ভোট মিটতেই করোনায় আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার (Asit Mazumder)। গত কয়েকমাস ধরে ভোটের প্রচারে বেজায় ব্যস্ত ছিলেন।

ভোট শেষেই করোনা আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী
ফাইল চিত্র

Follow Us

হুগলি: ভোট মিটতেই করোনায় আক্রান্ত হলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার (Asit Mazumder)। গত কয়েকমাস ধরে ভোটের প্রচারে বেজায় ব্যস্ত ছিলেন তিনি। বহু মিটিং মিছিল ও জন সংযোগ করেছেন। গত ১০ এপ্রিল চুঁচুড়ায় ভোট মিটতেই করোনা আক্রান্ত হলেন তৃণমূল প্রার্থী।

ভোটের প্রচারে পরিশ্রমে পর এমনিতেই শারীরিক ভাবে দুর্বল ছিলেন অসিতবাবু। এর মধ্যে কয়েকদিন আগে জ্বর ও হাত-পায়ে ব্যথা ছিল তাঁর। সে জন্য গত বুধবার করোন পরীক্ষা করান। শুক্রবার তাঁর সেই রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত চুঁচুড়ায় তার নিজের বাড়িতে হোম আইসলেশনে আছেন অসিতবাবু। তাঁর গাড়ি চালকও করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, গতবছরে করোনা কালে মানুষের জন্য কাজ করেছেন। স্বাস্থ্যকর্মী ও দমকলকর্মীদের সঙ্গে নিজেই এলাকা স্যানিটাইজ করতে রাস্তায় নেমেছিলেন। আবার লকডাউনের সময় মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাড়ি বাড়ি নিজে হাতে চাল-ডাল-আলু বিতরণ করতে দেখা গিয়েছে চুঁচুড়ার বিদায়ী বিধায়ককে।

অন্যদিকে, মুর্শিদাবাদের একাধিক প্রার্থী করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষ।

আরও পড়ুন: অডিয়ো: ‘এসপি ও আইসিকে ফাঁসাতে হবে’, শীতলকুচি কাণ্ডে মমতার ফোনালাপ প্রকাশ্যে আনল বিজেপি

এদিকে করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনেই মৃত্যু হয়েছে ১১৮৫ জনের। এই নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ৪২ লক্ষ ৯১ হাজার ৯১৭-এ। এরমধ্যে সক্রিয় রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৯ হাজার ৭৪৩। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৭৪ হাজারের গণ্ডি পার করেছে।

Next Article