AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Elections 2023 : নিয়োগকাণ্ডে ধৃত শান্তনুর জায়গায় জেলা পরিষদে এবার কোন চমক তৃণমূলের?

Hooghly: বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাজি, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরাকে এবার প্রার্থী করেছে তৃণমূল।

Panchayat Elections 2023 : নিয়োগকাণ্ডে ধৃত শান্তনুর জায়গায় জেলা পরিষদে এবার কোন চমক তৃণমূলের?
শান্তনু বন্দ্যোপাধ্যায়।
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 7:20 PM
Share

হুগলি: বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। এদিনই শাসকদলের জেলা পরিষদের (Zila Parishad) চূড়ান্ত তালিকা সামনে এল। সূত্রের খবর, বুধবার হুগলি জেলা নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন। শ্রীরামপুরে মহকুমা শাসকের কার্যালয়ে বৃহস্পতিবার প্রার্থীরা যখন মনোনয়ন জমা দেন, সেখানেও তিনি ছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অরিন্দম গুইঁ। একাধিক নতুন মুখের ভিড় এবারের তালিকায়। বাদও পড়েছেন একাধিক কর্মাধ্যক্ষ। প্রার্থী হয়েছেন তিন প্রাক্তন বিধায়ক। উল্লেখযোগ্যভাবে গত ভোটে তারকেশ্বরের আসন থেকে লড়েছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে তিনি গ্রেফতার হন। দল থেকে বহিষ্কারও করা হয় তাঁকে। জেলায় যথেষ্ট দাপুটে নেতা ছিলেন তিনি। গ্রেফতারির পর তাঁর নানা ‘কীর্তি’ সামনেও এসেছে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি। সেই জায়গায় এবার দেবীপ্রসাদ রক্ষিতকে প্রার্থী করেছে দল।

গত পাঁচ বছর হুগলি জেলা পরিষদের যাঁরা কর্মাধ্যক্ষ ছিলেন, তাঁদের অনেককেই বাদ দেওয়া হয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য নাম সঞ্জয় দাস। তিনি বিদায়ী বোর্ডের বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ। মানিক দাস বন ও ভূমি বিভাগের বিদায়ী কর্মাধ্যক্ষ। গোপাল রায় শিক্ষা কর্মাধ্যক্ষের ভূমিকায় থেকেছেন, মিজানুর রহমান মৎস ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ, প্রতিমা হাঁসদা নারী ও শিশু কল্যাণ ত্রাণ দফতরের কর্মাধ্যক্ষ। এসেছে একাধিক নতুন মুখ। তবে নিঃসন্দেহে উল্লেখযোগ্য তিন প্রাক্তন বিধায়কের প্রার্থী হওয়া। তিনজনই জেলা পরিষদের প্রার্থী হয়েছেন।

বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাজি, গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরাকে এবার প্রার্থী করেছে তৃণমূল। জেলা পরিষদের বিদায়ী বোর্ডের সভাধিপতি মেহেবুব রহমান এবার টিকিট পেয়েছেন, তবে খানাকুল থেকে। এই ভোটে জয় নিয়ে আশাবাদী তৃণমূল।