Panchayet Vote: পঞ্চায়েত ভোটের আগেই ভোট হচ্ছে গ্রামে গ্রামে; জানেন কেন?

Hooghly: সিঙ্গুরের পঞ্চায়েতের ধাঁচেই এভাবে প্রার্থী নির্বাচন করা হবে বলে তৃণমূল সূত্রে খবর। যদিও এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভও রয়েছে সিঙ্গুরে।

Panchayet Vote: পঞ্চায়েত ভোটের আগেই ভোট হচ্ছে গ্রামে গ্রামে; জানেন কেন?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2023 | 8:37 PM

হুগলি: পঞ্চায়েত (Panchayet Election) ভোটের আগেই কার্যত নির্বাচন শুরু। কিছুদিন আগেই সিঙ্গুরে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাইয়ের জন্য ভোটাভুটি করতে দেখা গিয়েছিল সিঙ্গুর ব্লক তৃণমূল কংগ্রেসকে। এবার সেই পথেই হাঁটল হুগলির ধনিয়াখালির বেলমুড়ি গ্রামপঞ্চায়েতের বাগনান এবং মেহেরপুর গ্রাম। একেবারে খোলা আকাশের নিচে গ্রামসভা ডেকে অঞ্চল নেতৃত্বের উপস্থিতিতে প্রার্থী নির্বাচনের পর্ব চলে। যদিও এই প্রার্থী বাছাই পর্ব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাগনান গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীর দাবি, তাঁদের প্রার্থী বাছাইপর্বে ডাকা হলেও মতামত নেওয়া হয়নি। কিছু দিন আগেই সিঙ্গুর এবং হরিপালে পঞ্চায়েত ভোটের আগে গ্রামসদস্য প্রার্থী নির্বাচনের ভোট প্রক্রিয়া হয়। তাতে তৃণমূল কর্মীরা অংশও নেন। সূত্রের খবর, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্লক নেতৃত্ব প্রতি গ্রাম থেকে ৫০ জন তৃণমূল কর্মীকে বেছে নেন। তাঁরাই নিজেদের মধ্যে পছন্দ মতো তিনজন প্রার্থীকে ভোট দেন। ভোট প্রক্রিয়া শেষে সর্বোচ্চ তিনজন ভোটপ্রাপকের নাম জেলা বা রাজ্য নেতৃত্বের কাছে পাঠিয়ে দেওয়া হয় বলেও সূত্রের দাবি।

সিঙ্গুরের পঞ্চায়েতের ধাঁচেই এভাবে প্রার্থী নির্বাচন করা হবে বলে তৃণমূল সূত্রে খবর। যদিও এই পদ্ধতিতে প্রার্থী বাছাইয়ে দলের একাংশের মধ্যে ক্ষোভও রয়েছে সিঙ্গুরে। এবার হুগলির ধনিয়াখালির বেলমুড়ি গ্রামপঞ্চায়েতের বাগনান এবং মেহেরপুর গ্রামেও সেই ছবি। তবে এখানে প্রার্থী বাছাইয়ে গ্রামবাসীকেও যুক্ত করা হয়। গ্রামের মানুষই তিনজন সদস্যের নাম ঠিক করে ব্লক নেতৃত্বেকে পাঠায়।

মেহেরপুরে গ্রামবাসীরা নিজেদের পছন্দ মতো তিনটে নাম বেছে নিলেও বাগনান গ্রামে গ্রামবাসীদের ডেকেও প্রার্থী বাছাইয়ে মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। অভিযোগ, তৃণমূল কর্মীরাই তিনজনের নাম ঠিক করেন। যা নিয়ে গ্রামবাসী মধ্যে ক্ষোভও তৈরি হয়।

এ বিষয়ে বেলমুড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, দলের নির্দেশ মেনেই প্রার্থী নির্বাচন করা হয়েছে। সেই নাম পাঠিয়ে দেওয়া হবে ব্লক নেতৃত্বকে। ব্লক নেতৃত্ব চূড়ান্ত নাম বাছাই করবে পঞ্চায়েত ভোটের গ্রামসদস্য হিসাবে লড়াই করার জন্য। যদিও এই গ্রাম সদস্য নির্বাচন প্রক্রিয়াকে কটাক্ষ করেছে বিজেপি।