হুগলি: তারকেশ্বরের তালপুর পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর দোকান ভাঙচুর এবং লুঠপাটের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত বিজেপি প্রার্থী। পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর বিধানসভার তালপুর গ্রাম পঞ্চায়েতের ১০৪ নং গ্রাম সংসদ থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন গৌরহরি সামন্ত।
অভিযোগ, মনোনয়ন জমা দেওয়ার দিন থেকেই তাঁর উপর অত্যাচার চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ভোট গ্রহণের দিন বুথ থেকে মারধোর করে বের করে দেওয়া হয় তাঁকে। এমনকি গণনার দিনও কেন্দ্র থেকে মেরে বের করে দেওয়া হয়।
বিজেপি প্রার্থী গৌরহরি সামন্ত একজন ইমারতি দ্রব্যের ব্যবসায়ী। বুধবার রাতে তাঁর দোকান ভাঙচুর করা হয় এবং দোকানে থাকা সামগ্রী লুঠপাট করা হয় বলে অভিযোগ।
সুবিচারের আশায় তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি প্রার্থী গৌরহরি সামন্ত। তাঁর বক্তব্য, “আমাদের তো ভোটের আগে থেকেই হুমকি দেওয়া হচ্ছিল। এরপর ভোটের দিন কাউন্টিং অফিসার আমাদের নিগ্রহ করেন। তারপর এখন দোকানেও ভাঙচুর চলল। দোকান করেই জীবনধারণ করি। দোকানটাই আমার খুলতে চাই।” যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, “আমাদের কাছে এরকম কিন্তু কোনও খবর নেই। আসলে আমরা জেতার পর থেকেই বিরোধীরা এসব রটাচ্ছে। আমাদের দলের ছেলেরা এসব করে না।”
ভোট পর্ব মিটলেও রাজ্যের একাধিক প্রান্ত থেকে আসছে উঠে আসছে হিংসার খবর। সিঙ্গুরেও একাধিক জায়গায় অশান্তির খবর আসছে। বিরোধী কর্মী সমর্থক, প্রার্থীদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠছে। প্রসঙ্গত, সিঙ্গুরেই একটি বুথে ভোট বাতিল করেছে নির্বাচন কমিশন।