West Bengal Panchayat Elections 2023: গণনার সময়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ, ভোট বাতিল করল নির্বাচন কমিশন

Sanath Majhi | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2023 | 2:24 PM

West Bengal Panchayat Elections 2023: নির্দল প্রার্থী জানান, গোটা ঘটনা রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। এরপরই মঙ্গলবার ওই বুথে ভোটের ফল ঘোষণা স্থগিত রাখা হয়। নির্বচন কমিশন নোটিস দিয়ে বেরাবেড়ির ১৩ নম্বর বুথের ভোট বাতিল করে দেয়।

West Bengal Panchayat Elections 2023: গণনার সময়ে ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগ, ভোট বাতিল করল নির্বাচন কমিশন
সিঙ্গুল ভোট বাতিল
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের ১৩ নম্বর বুথে ভোট বাতিল করল নির্বাচন কমিশন। ভোট গণনার সয়ম ব্যালট ছিনতাই হওয়ায় ফল প্রকাশ স্থগিত রাখা হয়। বেরাবেড়ির নেতাজি জয়ন্তী পাঠাগারে ভোট হয়েছিল ১৩ নম্বর বুথের গ্রাম সভার। নির্দল প্রার্থী দীপঙ্কর ঘোষের দাবি,  তিনি ৪৬ ভোটে জিতছিলেন। গণনার সময় ব্যালট ছিনিয়ে নেন তৃণমূল প্রার্থী। বেশ কয়েকটি ব্যালট ছিঁড়ে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

নির্দল প্রার্থী জানান, গোটা ঘটনা রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে। এরপরই মঙ্গলবার ওই বুথে ভোটের ফল ঘোষণা স্থগিত রাখা হয়। নির্বচন কমিশন নোটিস দিয়ে বেরাবেড়ির ১৩ নম্বর বুথের ভোট বাতিল করে দেয়। হুগলি জেলাশাসক পি দীপাপ্রিয়া জানিয়েছেন, ভোট গণনার সময় কিছু ব্যালট নষ্ট হয়ে গিয়েছিল। তাই কমিশন ভোট বাতিল করে। পরে ওই বুথে ভোট গ্রহণ করা হবে। ঘটনার সুবিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নির্দল প্রার্থী দীপঙ্কর ঘোষ। তিনি বর্তমানে কলকাতা হাইকোর্টে রয়েছেন।

ভোট গণনার দিন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয় পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যায়, বৈঁচিপোতা পঞ্চায়েতের কালিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ নম্বর আসনে ব্যালট বাক্সের প্লাস্টিক ছেঁড়া। তা নিয়ে সে সময়ে সরকারি কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।  সেলিম সেই ভিডিয়ো পোস্ট করে অভিযোগ করে, আসলে শাসকদলের কর্মীরা মানুষের রায় নিজেদের পক্ষে নিয়ে যাওয়ার জন্য সরকারি কর্মীদের দিয়ে এই কাজ করেছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করে নি TV9 বাংলা। কিন্তু এই বিষয়টি নিয়ে কমিশন তৎপর হয়। জেলাশাসকের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়। এরপর এই বুথের ভোট বাতিল করে কমিশন।