West Bengal Panchayat Elections 2023: বিজেপি সমর্থকদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ, তপ্ত জাঙ্গিপাড়া

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 13, 2023 | 11:33 AM

West Bengal Panchayat Elections 2023: প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি, এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়। লাঠি বাঁশ শাবল টাঙি নিয়েও বিজেপির বুথ সভাপতি নব পালকে মারধর করা হয় অভিযোগ।

West Bengal Panchayat Elections 2023: বিজেপি সমর্থকদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ, তপ্ত জাঙ্গিপাড়া
বিজেপি সমর্থকদের বাড়ি ভাঙচুর
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: ভোট পরবর্তী হিংসায় অব্যহত হুগলির জাঙ্গিপাড়ায়। বিজেপি সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ। এলাকায় ব্যাপক বোমাবাজি, বাড়ি ভাঙচুরও চলে। এমনকি বৃদ্ধ মহিলাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। তির তৃণমূলের দিকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজবলহাট-২ গ্রাম পঞ্চায়েতের রহিমপুর কুমোরপড়ায়। রাতে বিজেপি সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রায় এক ঘণ্টা ধরে চলে তাণ্ডব। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়ি, এলাকায় ব্যাপক বোমাবাজি করা হয়। লাঠি বাঁশ শাবল টাঙি নিয়েও বিজেপির বুথ সভাপতি নব পালকে মারধর করা হয় অভিযোগ।

এবার ভোটে ২৯ নং বুথের বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন সৌরেন পাল। এর আগে তারক পাল নামে এক প্রৌঢ়ের মাথায় টাঙি দিয়ে কোপানো হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে জাঙ্গিপাড়া হাসপাতাল পরে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনাস্থলে যান শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি মোহন আদক। ভোট গণনার পর থেকে হুগলির নবাবপুর, ভগবতীপুর এলাকাতেও মারধর ভাঙচুর করা হয়। সবক্ষেত্রেই শাসকের বিরুদ্ধে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

ভোটপর্ব মিটেছে। মনোনয়নপর্ব থেকে যে অশান্তি শুরু হয়েছে, তা এখনও চলছে। গণনা পর্ব মিটেছে। তবুও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তি-হিংসার খবর আসছে। বেশিরভাগ ক্ষেত্রেই কাঠগড়ায় শাসকদল। তবুও তৃণমূলের তরফ থেকে সব অভিযোগ করেছে।

Next Article