Hooghly: বাড়িতে দেখাশোনা হচ্ছে শুনেই চলে আসতে বলেছিল প্রেমিক, বিয়ে তো দূর! চারদিন ধরে ধরনা দিয়েও দেখা মেলেনি প্রেমিকের

Sanath Majhi | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 10, 2024 | 12:10 PM

Hooghly: দিনকয়েক আগে ওই যুবতীর বিয়ের জন্য পাত্র দেখাশোনা শুরু হয়। বিয়ের জন্য চাপ আসতে থাকে। তাই চারদিন আগে সোজা প্রেমিক মেহবুবের বাড়িতে পৌঁছে যান তিনি। কিন্তু গিয়ে দেখেন বাড়িতে নেই মেহবুব।

Hooghly: বাড়িতে দেখাশোনা হচ্ছে শুনেই চলে আসতে বলেছিল প্রেমিক, বিয়ে তো দূর! চারদিন ধরে ধরনা দিয়েও দেখা মেলেনি প্রেমিকের
ধরনায় যুবতী
Image Credit source: TV9 Bangla

Follow Us

হুগলি: গত চার দিন ধরে হুগলির চণ্ডীতলা থানার ভগবতীপুর এলাকায় একটি বাড়ির সামনে দেখা যাচ্ছে একই দৃশ্য। ওড়নায় মাথা ঢেকে, মুখে মাস্ক পরে বসে আছেন এক যুবতী। জানা গিয়েছে, ওই বাড়িটি তাঁর প্রেমিকের। সেই বাড়ির সামনে রাত-দিন ধরনা দিচ্ছেন প্রেমিকা। কী এমন ঘটল যে প্রেমিকের বাড়ির সামনে এভাবে বসে থাকতে হচ্ছে?

ঘটনাটি হুগলির চণ্ডীতলার। এলাকার ছেলে মেহবুব মল্লিকের সঙ্গে বছর ছয়েক ধরে প্রেমের সম্পর্ক ওই যুবতীর। যুবতী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাঁর দাবি, মেহবুব তাঁকে বারবার বিয়ে করার কথা বললেও শেষ পর্যন্ত বিয়ে করতে চাইছেন না। এর আগেও তিনি কয়েকবার মেহবুবের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু কোনও লাভ হয়নি।

দিনকয়েক আগে ওই যুবতীর বিয়ের জন্য পাত্র দেখাশোনা শুরু হয়। বিয়ের জন্য চাপ আসতে থাকে। তাই চারদিন আগে সোজা প্রেমিক মেহবুবের বাড়িতে পৌঁছে যান তিনি। কিন্তু গিয়ে দেখেন বাড়িতে নেই মেহবুব। এরপরই বাড়ির সামনে বিয়ের দাবিতে ধরনায় বসে পড়েন যুবতী। ঘটনায় স্তম্ভিত হয়ে যান এলাকার বাসিন্দারা। গ্রামবাসীদের দাবি পুলিশ ওই যুবতীর নিরাপত্তা নিশ্চিত করুক।

যুবতী বলেন, ‘আমার বাড়িতে পাত্র এসেছে শুনেই আমাকে চলে আসতে বলেছিল। বলেছিল আমাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। এখন আর বিয়ে করতে চাইছে না।’

মেহবুব বাড়িতে না থাকলেও মেহবুবের মায়ের দাবি তাঁর ছেলের সঙ্গে এই যুবতীর শুধুমাত্র ফোনে কথা হয়েছিল। এখন জোর করে বাড়িতে এসে বিয়ে করতে চাইছে বলেই দাবি তাঁর। ছেলের সঙ্গে ওই যুবতীর কোনও শারীরিক সম্পর্ক ছিল না বলেও দাবি করেছেন তিনি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article