হাওড়া: তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা ছিলই। বেশ কয়েকটি সভায় পরপর বেসুরো কথা বলেছেন তিনি। রবিবার বালির একটি সভাতে আবারও রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) গলাতে সেই সুর।
হাওড়ার বালিতে একটি রক্তদান শিবিরে অংশ নেন রাজীব। সেখানেই দলের নেতাদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “বেশ কয়েকজন নেতা দলের কর্মীদের চাকর বাকর ভেবে তাঁদের ভাবাবেগ নিয়ে খেলেন। তাঁদের জবাব কর্মীরাই দেবেন।”
তাঁর অভিযোগ, অনেক নেতাই কর্মীদের ব্যবহার করেন। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। কর্মীদের নাম ভাঙিয়ে খান নেতারা। কর্মীদের দ্বারাই ক্ষমতাচ্যুত হবেন বলে হুঁশিয়ারি দেন রাজীব। সভায় উপস্থিত দলীয় কর্মীদের উপদেশ দেন, “গর্জে উঠুন সেসব নেতাদের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের নাম ভাঙিয়া খান অনেকে।”
হাওড়ার অপর নেতা অরূপ বিশ্বাস এপ্রসঙ্গে বলেন, “অত্যন্ত নায্য় অভিযোগ। কর্মীরা আমাদের সম্পদ। এটা যদি কেউ করে থাকে, তাহলে সত্যিই বলা উচিত। কেউ এমন করে থাকলে সেটা অন্যায়। আমার চোখে কখনও এমন কিছু পড়েনি। আমার সামনে এমন দেখলে আমি সঙ্গে সঙ্গে তিরস্কার করব।”
আরও পড়ুন: সোনারপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল
উল্লেখ্য, রাজীবের মনে যে দলের বিরুদ্ধে ক্ষোভ জমেছিল, তা তাঁর কয়েকটি সভার বক্তৃতাতেই বোঝা গিয়েছিল। দলের বিরুদ্ধে ক্ষোভ মেটাতে, মানভঞ্জনে তড়িঘড়ি রাজীবকে নিজের বাড়িতে ডেকেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তবে সেই বৈঠকের নির্যাস যে খুব একটা ইতিবাচক হয়নি, তা তাঁর এদিনের সভাতেই স্পষ্ট হয়ে যায়।