সোনারপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল

দক্ষিণ ২৪ পরগনা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে একটি ঢালাই মেশিনকে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনে ট্রেন চলাচল। যদিও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে যান আরপিএফ ও জিআরপি। কোন লেভেল ক্রসিং না থাকায় এই […]

সোনারপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল
Follow Us:
| Updated on: Jan 03, 2021 | 8:02 PM

দক্ষিণ ২৪ পরগনা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল। শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে একটি ঢালাই মেশিনকে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনে ট্রেন চলাচল। যদিও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে যান আরপিএফ ও জিআরপি।

কোন লেভেল ক্রসিং না থাকায় এই দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যে সময় ডাউন লক্ষ্মীকান্তপুর ট্রেনটি সুভাষগ্রাম ও সোনারপুরের স্টেশনের মাঝে পৌঁছয়, ঠিক সেসময়ই রেললাইন পার করছিল একটি ঢালাই মেশিন। বেশ কয়েকজন শ্রমিকও ছিলেন। তারা ট্রেন দেখতে পেয়ে লাফিয়ে নেমে পড়েন।

আরও পড়ুন: ব্যাটারির বাক্সে হচ্ছিল পাচার, খাস কলকাতার বুকে উদ্ধার ২২ কোটির মাদক

দ্রুতগতিতে আসা ট্রেনটি ঢালাই মেশিনে ধাক্কা মারে। কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে ঢালাই মেশিনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে। পরে রেলের টেকনিশিয়ানের ঘটনাস্থলে পৌঁছন। রেললাইন সারাই করা হয়। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয়ে ট্রেন চলাচল।