ব্যাটারির বাক্সে হচ্ছিল পাচার, খাস কলকাতার বুকে উদ্ধার ২২ কোটির মাদক
ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু হয়েছে। এই চক্রের মাথা খুঁজছেন গোয়েন্দারা।
কলকাতা: অসম থেকে পাচারের পথে মধ্যরাতে গোয়েন্দাদের জালে ধরা পড়ল মাদক পাচারকারি (Drug Smuggling)। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২২ কোটি টাকা।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার মধ্যরাতে বেলগাছিয়া মিল্ক কলোনির কাছে অভিযান চালান গোয়েন্দারা। একটি ট্রাক আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। চালকের কথায় অসঙ্গতি থাকায় চলে তল্লাশি। ট্রাকের ভিতরে থাকা ব্যাটারিবাক্সের ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদক। উদ্ধার হয়েছে ২ কেজি হেরোইন ও প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট।
গোয়েন্দারা বলছেন, উদ্ধার হওয়া হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকা আর ইয়াবা ট্যাবলেটের দামও প্রায় ১২ কোটি টাকার মত। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মাদক বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ৩০ শতাংশ ভোট নিয়ে সরকার বানাত মমতা, তাই এত কাটাকাটা-মারামারি: বিজেপি
ধৃতদের বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু হয়েছে। এই চক্রের মাথা খুঁজছেন গোয়েন্দারা। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে সূত্র খোঁজার চেষ্টা করছেন তাঁরা।