বোমার পর শহরে এবার কার্তুজ ভাণ্ডারের হদিশ পেলেন গোয়েন্দারা
কলকাতা: বোমার পর এবার গুলি। রবিবার কলকাতা পুলিসের গোয়েন্দারা উদ্ধার করলেন প্রায় ১০০ রাউন্ড বুলেট। জানা গিয়েছে, শহরে অস্ত্র আনা হয়েছিল একটি দুষ্কৃতী দলকে দেওয়ার জন্য। কিন্তু তার আগেই কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা পাকড়াও করেন অস্ত্র পাচারকারীকে। শনিবার বিকেলেই সামরিক গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে এন্টালি এলাকার সৈয়দ আহমেদ রোড থেকে ২২ টি […]
কলকাতা: বোমার পর এবার গুলি। রবিবার কলকাতা পুলিসের গোয়েন্দারা উদ্ধার করলেন প্রায় ১০০ রাউন্ড বুলেট। জানা গিয়েছে, শহরে অস্ত্র আনা হয়েছিল একটি দুষ্কৃতী দলকে দেওয়ার জন্য। কিন্তু তার আগেই কলকাতা পুলিসের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা পাকড়াও করেন অস্ত্র পাচারকারীকে।
শনিবার বিকেলেই সামরিক গোয়েন্দাদের কাছ থেকে খবর পেয়ে এন্টালি এলাকার সৈয়দ আহমেদ রোড থেকে ২২ টি শক্তিশালী তাজা কৌটো বোমা উদ্ধার করে পুলিস। কলকাতা পুলিসের গোয়েন্দারা জানিয়েছেন, রবিবার গার্ডেনরিচ থানা এলাকায় পাহাড়পুর রোডের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ফিয়ার্স লেনের বাসিন্দা মহম্মদ ইস্তিয়াককে আটক করা হয়। ইস্তিয়াককে জেরা করেই হদিশ মেলে ৯০ টি ৮ মিমি বুলেটের।
গোয়েন্দাদের দাবি, ওই বুলেট পিস্তলের থেকে বড় বন্দুকে ব্যবহার করা সম্ভব। বুলেটের গায়ে লেখা কেএফ এবং বুলেটের গঠন দেখে গোয়েন্দাদের দাবি কোনও সরকারি অস্ত্র কারখানা থেকে পাচার হয়ে আসেনি ওই বুলেট। মুঙ্গেরের মতো যেখানে বেআইনি অস্ত্র কারখানা রয়েছে, সেখান থেকে ওই বুলেট আনা হয়েছে বলে দাবি পুলিসের।
আরও পড়ুন: ব্যাটারির বাক্সে হচ্ছিল পাচার, খাস কলকাতার বুকে উদ্ধার ২২ কোটির মাদক
প্রাথমিক ভাবে পুলিসের ধারণা, নির্বাচনের আগে ব্যবহারের জন্যই দক্ষিণ ২৪ পরগনার কোনও দুষ্কৃতীদল ওই বুলেটের বরাত দিয়েছিল। এর পিছনে আর কারা আছে তা জানার জন্য ইস্তিয়াককে হেফাজতে চাইছে পুলিস।