কলকাতা: ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার (Bahanaga Bazar) স্টেশনে কিছুদিন আগে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার কাজে লেগে পড়ে রেল। দুর্ঘটনার পর চার দিন বন্ধ থাকার পর পঞ্চম দিনেই আবার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় করমণ্ডল। তবে খড়্গপুর-ভদ্রক শাখার বাহানাগা স্টেশনের কাছে রেলের কাজ এখনও চলছে। সেই কারণে, বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। আগামী ১৫ জুন (বৃহস্পতি বার) ওই রুট দিয়ে চলাচল করা ২৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে অনেকগুলিই পুরীর সঙ্গে সংযোগকারী ট্রেন। আর পুরী হল বাঙালি তথা ভারতীয়দের কাছে অন্যতম পছন্দের একটি পর্যটন কেন্দ্র। কেউ জগন্নাথদেবের দর্শনের জন্য, আবার কেউ সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য পুরীতে ঘুরতে যান। এই ট্রেনগুলি বাতিল থাকার কারণে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে হতে পারে। তবে রেলের তরফে দ্রুত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।