Train Cancellation: বৃহস্পতিতেও বাতিল ২৬টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Jun 14, 2023 | 12:01 AM

Train Cancelled: খড়্গপুর-ভদ্রক শাখার বাহানাগা স্টেশনের কাছে রেলের কাজ এখনও চলছে। সেই কারণে, বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে।

Train Cancellation: বৃহস্পতিতেও বাতিল ২৬টি দূরপাল্লার ট্রেন, দেখে নিন তালিকা
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: ওড়িশার বালেশ্বরের কাছে বাহানাগা বাজার (Bahanaga Bazar) স্টেশনে কিছুদিন আগে লাইনচ্যুত হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় পরিষেবা স্বাভাবিক করার কাজে লেগে পড়ে রেল। দুর্ঘটনার পর চার দিন বন্ধ থাকার পর পঞ্চম দিনেই আবার শালিমার থেকে চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেয় করমণ্ডল। তবে খড়্গপুর-ভদ্রক শাখার বাহানাগা স্টেশনের কাছে রেলের কাজ এখনও চলছে। সেই কারণে, বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। আগামী ১৫ জুন (বৃহস্পতি বার) ওই রুট দিয়ে চলাচল করা ২৬টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

বৃহস্পতিতে কোন কোন ট্রেন বাতিল? দেখে নিন একনজরে –

  • ১৮০৪৪ ভদ্রক-হাওড়া এক্সপ্রেস
  • ১৮০৩৮ জজপুর কেওনঝড় রোড – খড়্গপুর এক্সপ্রেস
  • ০৮০৩২ ভদ্রক-বালেশ্বর মেমু স্পেশাল
  • ১৮০২২ খুড়দা রোড – খড়্গপুর এক্সপ্রেস
  • ০৮৪১৬ পুরী-জলেশ্বর মেমু স্পেশাল
  • ০৮৪১২ ভুবনেশ্বর-বালেশ্বর স্পেশাল
  • ০৩২৩০ পটনা-পুরী স্পেশাল
  • ০৮৪১১ বালেশ্বর-ভুবনেশ্বর স্পেশাল
  • ০৮০৩১ বালেশ্বর-ভদ্রক মেমু স্পেশাল
  • ১৮০৪৩ হাওড়া-ভদ্রক এক্সপ্রেস
  • ০৮৪১৫ জলেশ্বর-পুরী মেমু স্পেশাল
  • ১৮০২১ খড়্গপুর-খুড়দা রোড এক্সপ্রেস
  • ২২৬০৩ খড়্গপুর-ভিল্লুপুরম এক্সপ্রেস
  • ১৮০৩৭ খড়্গপুর–জজপুর কেওনঝড় রোড এক্সপ্রেস
  • ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
  • ১৮৪০৯ শালিমার–পুরী জগন্নাথ এক্সপ্রেস
  • ২২৮৭৪ বিশাখাপত্তনম-দিঘা এক্সপ্রেস
  • ১৮৪১০ পুরী-শালিমার জগন্নাথ এক্সপ্রেস
  • ২২৮০৮ চেন্নাই সেন্ট্রাল-সাঁতরাগাছি এক্সপ্রেস
  • ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস
  • ২২৮৮৮ বেঙ্গালুরু-হাওড়া হামসফর এক্সপ্রেস
  • ১২৮৮১ শালিমার-পুরী গরিবরথ এক্সপ্রেস
  • ০৭০৪৭ ডিব্রুগড়-সেকেন্দ্রাবাদ স্পেশাল
  • ০৮০১১ ভঞ্জপুর-পুরী স্পেশাল

উল্লেখ্য, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে অনেকগুলিই পুরীর সঙ্গে সংযোগকারী ট্রেন। আর পুরী হল বাঙালি তথা ভারতীয়দের কাছে অন্যতম পছন্দের একটি পর্যটন কেন্দ্র। কেউ জগন্নাথদেবের দর্শনের জন্য, আবার কেউ সমুদ্র সৈকতে ছুটি কাটানোর জন্য পুরীতে ঘুরতে যান। এই ট্রেনগুলি বাতিল থাকার কারণে অনেক যাত্রীকেই সমস্যায় পড়তে হতে পারে। তবে রেলের তরফে দ্রুত পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Next Article