হাওড়া: এক মহিলার কাছ থেকে প্রায় ৬ কোটি টাকার হেরোইন উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় ওই মহিলা ইতিউতি ঘুরে বেড়াচ্ছিলেন। যা দেখে সন্দেহ হয় পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে, গোলাবাড়ি থানার পুলিশ ওই মহিলাকে হাওড়া স্টেশন চত্বর থেকে অনুসরণ করতে শুরু করেন। তারপর ডবসন রোড সংলগ্ন কিংস রোডে তাঁকে পাকড়াও করেন পুলিশ আধিকারিকরা। মহিলার কাছে থাকা একটি ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। ব্যাগটি তল্লাশি চালাতেই বেরোয় হেরোইনের প্যাকেট। ধৃতের ব্যাগ তল্লাশি করে মেলে ১৩২০ গ্রাম হেরোইন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬.৬ কোটি টাকা। পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃত মহিলার নাম মনু শেখ (৫৪)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলায়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনা থেকে হেরোইন নিয়ে পাচারের উদ্দেশ্যেই হাওড়ায় এসেছিলেন। হাওড়া স্টেশনে নেমে তারপর কারও হাত দিয়ে ওই ব্যাগ পাচারের ছক কষেছিলেন তিনি।
এর পিছনে বড় কোনও চক্র আছে কি না, তা ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুলিশ একপ্রকার নিশ্চিত এর পিছনে বড় চক্র রয়েছে। এজন্য বুধবার সকালে ওই মহিলাকে হাওড়া আদালতে তুলে ৫ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে চক্রের বাকি চাঁইদের ধরার চেষ্টা করা হবে।