Howrah: মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল দিদি, মাঝরাতে বোনের কাণ্ড দেখে হতবাক এলাকার লোকজন

Howrah: পুলিশ সূত্রে খবর, পাশের একটি অ্যালুমনিয়াম কারখানা থেকে আনা হয়েছিল অ্যাসিড। সেই অ্যাসিড নিয়েই হামলা চালায় ওই তরুণী। ঘরের ঘুলঘুলি দিয়ে ছোঁড়া হয় অ্য়াসিড। তাতে অভিযুক্তের দিদির সঙ্গে আক্রান্ত তাঁর মা-ও।

Howrah: মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল দিদি, মাঝরাতে বোনের কাণ্ড দেখে হতবাক এলাকার লোকজন
শোরগোল এলাকায় Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 28, 2024 | 9:32 PM

বেলুড়: হাওড়ার তরুণীর উপর অ্যাসিড হামলা। গুরুতর জখম অবস্থায় ভর্তি কলকাতার বেসরকারি হাসপাতালে। মেয়ের সঙ্গেই আহত মা। ঘটনা ২১ অগস্টের। কিন্তু, কে বা কারা অ্যাসিড ছুঁড়েছিল তা নিয়ে তৈরি হয়েছিল ধন্দ। তদন্তে নামে বেলুড় থানার পুলিশ। কিন্তু, সেই তদন্তেই উঠে এল চাঞ্চল্যকর তথ্য। গ্রেফতার হয়ে গেল আক্রন্ত তরুণীর বোন। তাতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, সেই যে ঘুমন্ত দিদির উপর অ্যাসিড ছুঁড়ে মেরেছিল সে কথা জেরার মুখে স্বীকার করে নিয়েছে ওই তরুণী। কিন্তু, ঘটনার নেপথ্য রহস্য জানতে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, পাশের একটি অ্যালুমনিয়াম কারখানা থেকে আনা হয়েছিল অ্যাসিড। সেই অ্যাসিড নিয়েই হামলা চালায় ওই তরুণী। ঘরের ঘুলঘুলি দিয়ে ছোঁড়া হয় অ্য়াসিড। তাতে অভিযুক্তের দিদির সঙ্গে আক্রান্ত তাঁর মা-ও। গুরুতর আহত অবস্থায় এলাকার লোকজন তরুণীকে হাসপাতালে নিয়ে যান। এখনও সেখানেই ভর্তি রয়েছেন তিনি। যদিও মা-কে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। কিন্তু কেন এই হামলা? 

সূত্রের খবর, পরিবারিক বিবাদ চলছিল ওই বাড়িতে। সে কারণেই দিদি-বোনের ঝামেলা হয়েছিল। পুলিশ মনে করছে সেই রাগ থেকেই এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারে অভিযুক্ত। ঘটনার পর পুলিশ খবর যেতেই অ্যাকশনে নামে বেলুড় থানা। মাঠে নামে ফরেন্সিক বিশেষজ্ঞরা। তাতেই মেলে সাফল্য। অনেকটাই পরিষ্কার হয়ে যায় ঘটনাক্রম। শেষ পর্যন্ত পুলিশি জেরার মুখে ভেঙে পড়েন অভিযুক্ত তরুণী।