Howrah Crime: লাখ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের, মাথায় হাত হাওড়ার ব্যবসায়ীর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 29, 2022 | 2:33 PM

Howrah Crime: ঘটনার পর সজ্জন সিংঘানিয়া নামে ওই ব্যবসায়ী মালিপাচঘড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Howrah Crime: লাখ লাখ টাকা ভর্তি ব্যাগ ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের, মাথায় হাত হাওড়ার ব্যবসায়ীর
হাওড়ায় ছিনতাইবাজের হানা

Follow Us

সালকিয়া: এক ব্যবসায়ীর থেকে লাখ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার (Howrah) সালকিয়া এলাকায় বেনারস রোডে। সজ্জন সিংঘানিয়া নামে এক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ির দিকে ফিরছিলেন। হাতে ছিল টাকার ব্যাগ। অভিযোগ, সেই সময় বেনারস রোডের উপর দুই বাইক আরোহী তাঁর টাকার ব্যাগটি ছিনতাই করে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগে প্রায় পাঁচ লাখ টাকা ছিল এবং ব্যবসার জন্য জরুরি কাগজপত্রও ছিল সঙ্গে। যদিও কত টাকা ছিল ব্যাগে, তা নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু জানাননি ব্যবসায়ী। ওই দুই ছিনতাইবাজের মধ্যে একজন হেলমেট পরে ছিল, ফলে তাদের শনাক্ত করতে পারেননি ওই ব্যবসায়ী। ছিনতাইয়ের পর ওই দুই বাইকআরোহী দ্রুত গতিতে বামনগাছি ব্রিজের দিকে চলে যায় বলে জানান তিনি।

ঘটনার পর রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে থাকেন তিনি। কিন্তু কোনও কাজ হয়নি। এদিকে ওই ছিনতাইয়ের খবর পেয়ে গতরাতেই ঘটনাস্থলে আসে মালিপাঁচঘড়া থানার পুলিশ। শনিবার সকালেও পুলিশের একটি তদন্তকারী দল সেখান গিয়েছিলেন। পুলিশের তরফে জানানো হয়েছে, রাস্তার ধারে যে সিসিটিভি ক্যামেরাগুলি রয়েছে, সেগুলির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে ঘটনার পর সজ্জন সিংঘানিয়া নামে ওই ব্যবসায়ী মালিপাচঘড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ছিনতাইবাজদের খুঁজে বের করতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এদিকে ওই ঘটনার পর থেকে এলাকাবাসীদের মনেও আতঙ্ক ছড়িয়েছে। রাত-বিরেতে রাস্তায় বেরোতে কিছুটা ইতস্তত বোধ করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা চাইছেন এলাকায় পুলিশি টহলদারি আরও বাড়ানো হোক। ব্যবসায়ীর বক্তব্য, পুলিশ আধিকারিকরা এসেছেন, গোটা ঘটনা খতিয়ে দেখছেন। তাঁরা বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছেন। পুলিশি তদন্তের উপরেই ভরসা রাখছেন তিনি। বলছেন, ‘কপালে যা থাকার তাই হয়েছে।’ তবে এই ঘটনায় এলাকায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। ওই এলাকার অন্যান্য বাসিন্দারাও বেশ আতঙ্কের মধ্যেই রয়েছেন শুক্রবার রাতের এই ঘটনার পর থেকে।

Next Article