হাওড়া: ফের বড়সড় বিপত্তি হাওড়া স্টেশনে (Howrah Station)। ওভারহেডের তার ছিঁড়ে বন্ধ ট্রেন পরিষেবা। দক্ষিণ পূর্ব রেলে হাওড়া-খড়গপুর শাখায় (Howrah-Kharagpur) ব্যাহত ট্রেন (Train) চলাচল। সূত্রের খবর, হাওড়া কারশেডের কাছে বিকেল সাড়ে চারটা নাগাড ওভারহেড তার ছিঁড়ে যায়। এর ফলে আপ ও ডাউন লেনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শেষ পাওয়া আপডেটে জানা যাচ্ছে, ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তার জোড়ার কাজ শুরু করেছেন ইঞ্জিনিয়ররা। এদিকে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। এদিকে বিকাল থেকে অফিস অফিসে ছুটি হতেই ভিড় বাড়তে থাকে হাওড়া স্টেশনে। প্রতিদিনই বাড়ি ফেরার তাড়া দেখা যায় অফিসযাত্রীদের মধ্যে। কিন্তু, ঠিক সেই সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় উদ্বেগে হাওড়া-খড়গপুর শাখা নিত্যযাত্রীরা।
সূত্রের খবর, এদিন টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের ওভারহেডের তার ছিঁড়ে পড়ে যাওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। খড়গপুর ডিভিশনের ডাউন লাইনে টিকিয়াপাড়া কারশেডের কাছে তার ছিঁড়ে পড়ে যাওয়ায় আপ ও ডাউন লাইনে একাধিক লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থল পরিদর্শনে আসেন রেলের দক্ষিণ পূর্ব শাখার উচ্চপদস্থ আধিকারিকরা। এদিকে আচমকা এই বিপত্তির জেরে দক্ষিণ পূর্ব শাখার একাধিক স্টেশনে বিভিন্ন লোকাল ও দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। তবে রেলের তরফে স্পষ্ট জানানো হয়েছে পরিস্থিতির গুরুত্ব বিচারে দ্রুত গতিতে সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। শীঘ্রই স্বাভাবিক হয়ে যাবে পরিষেবা। যদিও সন্ধ্যা ৮টা নাগাদ শেষ পর্যন্ত শেষ কাজ। প্রায় সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক হয়ে যায় যাত্রী পরিষেবা।
এদিকে কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-হলদিয়া শাখায় রাজগোদার কাছে ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি ঘটে। সেই সময়ও ব্যাপক ভোগান্তি হয় যাত্রীদের। অন্যদিকে ওই সময়েই আবার আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জার ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে যায়। জয়চন্ডী পাহাড় স্টেশনের অদূরে আসানসোল রাঁচি মেমু প্যাসেঞ্জারের হঠাৎ করে প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় ওই রুটের সমস্ত ট্রেন বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।