সুখবর! ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ, শুধু একটি শর্তেই মিলবে প্রবেশাধিকার…জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Aug 10, 2021 | 10:14 PM

Belur Math: মঠকর্তৃপক্ষ সূত্রে খবর, প্রত্যেকদিন সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মঠ।

সুখবর! ভক্তদের জন্য ফের খুলছে বেলুড় মঠ, শুধু একটি শর্তেই মিলবে প্রবেশাধিকার...জেনে নিন
বেলুড় মঠ, নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: ফের খুলছে বেলুড় মঠ। ভক্ত ও দর্শনার্থীদের জন্য আগামী ১৮ অগস্ট বুধবার থেকেই খুলে দেওয়া হচ্ছে মঠের দরজা। করোনা সংক্রমণ বাড়তে থাকায় গত ২২ এপ্রিল থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য বন্ধ ছিল মঠ। অনির্দিষ্টকালের জন্য তা বন্ধ করা হয়েছিল। কিন্তু, সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের দর্শনার্থীদের জন্য মঠের দরজা খোলার সিদ্ধান্ত নিল বেলুড় মঠ (Belur Math)। করোনা ভ্যাকসিনের দুটি ডোজপ্রাপ্তির শংসাপত্র দেখালেই মঠের ভিতরে যেতে পারবেন দর্শনার্থীরা।

মঠকর্তৃপক্ষ সূত্রে খবর, প্রত্যেকদিন সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত ভক্ত ও দর্শনার্থীদের জন্য খোলা থাকবে মঠ। তবে মঠে প্রবেশ করতে গেলে ভক্ত ও দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে হবে। মঠের ভেতরে প্রবেশ করতে ভ্য়াকসিনের দুটি ডোজপ্রাপ্তির শংসাপত্র  দেখাতে হবে। পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের আধার, ভোটার বা প্যান কার্ডের মতো পরিচয়পত্রও দেখাতে হবে মঠ কর্তৃপক্ষকে। কারও ভ্যাকসিন না নেওয়া হলে তাঁকে ৭২ ঘন্টা আগে করানো করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখাতে হবে। তবেই প্রবেশ করা যাবে মঠের অভ্য়ন্তরে। এছাড়াও, মন্দিরচত্বরে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার, পারস্পরিক দূরত্ববিধি-সহ অন্যান্য বিধিনিষেধ পালন বাধ্যতামূলক বলেই ঘোষণা মঠ কর্তৃপক্ষের।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে তৃতীয় বারের জন্য বন্ধ হয়েছিল বেলুড় মঠ। গত বছর করোনা পরিস্থিতিতে ২৫ মার্চ প্রথম বেলুড় মঠ বন্ধ হয়। ৮২ দিন পরে ১৫ জুন করোনা বিধি মেনে পুনরায় ভক্ত ও দর্শনার্থীদের জন্য মঠের মূল গেট খোলা হয়েছিল। কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করে ২ অগস্ট থেকে ফের মঠে সাধারণের প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়। তারপরে চলতি বছরের ১০ ফেব্রুয়ারি ফের খোলা হয়ছিল মঠ। পরে, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ বৃদ্ধি হওয়ায় ২২ এপ্রিল ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় মঠের দরজা। গত ২৬জুলাই গুরুপূর্ণিমা উপলক্ষ্যে একদিনের জন্য খোলা হয়েছিল বেলুড় মঠ। আরও পড়ুন: আদালতের ‘ক্লিনচিট’ পেলেন বার্লা, আদিবাসী মহিলা ধর্ষণ-কাণ্ডে জামিনপ্রাপ্তি অভিযুক্তের

Next Article