Bomb Blast: তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা, ভেঙে পড়ল বাড়ি, উলুবেড়িয়ায় বোমা বিস্ফোরণে জখম ৪

Supradeep Mondal | Edited By: সঞ্জয় পাইকার

Sep 25, 2024 | 3:48 AM

Bomb Blast: জানা গিয়েছে, শেখ সামসুলের কিছুটা দূরে আর একটি বাড়ি রয়েছে। সেখানে থাকেন তিনি। পেশায় দর্জি সামসুল। অভিযোগ, দর্জির কাজের পাশাপাশি বিভিন্ন সময় বোমা তৈরি করে সরবরাহ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও কোনও গোলমাল হলেই শামসুলের বোমা তৈরি ব্যবসা রমরমিয়ে চলে।

Bomb Blast: তীব্র শব্দে কেঁপে উঠল এলাকা, ভেঙে পড়ল বাড়ি, উলুবেড়িয়ায় বোমা বিস্ফোরণে জখম ৪
তীব্র বিস্ফোরণে ভেঙে পড়ে বাড়ি

Follow Us

উলুবেড়িয়া: বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ। ভেঙে পড়ল মাটির বাড়ি। এমনকি, ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের বাড়িও। জখম হয়েছেন বেশ কয়েকজন। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। স্থানীয় বাসিন্দারা বলছেন, অচেনা লোকজন ওই বাড়িতে বোমা বাঁধছিল।

উলুবেড়িয়ার তপনা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর রথতলা এলাকায় বোমা বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে শেখ সামসুল নামে এক ব্যক্তির ছিটেবেড়ার টালির চালের ঘর প্রায় উড়ে যায়। প্রতিবেশী এক মহিলা বলেন, মঙ্গলবার বিকেলে তীব্র শব্দে কেঁপে ওঠে আশপাশ। তাঁরা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, ধোঁয়ায় ভরে গিয়েছে চারদিক। শেখ সামসুলের বাড়িটি ভেঙে পড়েছে। ওই মহিলা বলেন, “বিস্ফোরণের পরই একজনকে বের করা হয় ওই বাড়ি থেকে। তাঁকে আগে কোনওদিন দেখিনি। আমাদের বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।”

জানা গিয়েছে, শেখ সামসুলের কিছুটা দূরে আর একটি বাড়ি রয়েছে। সেখানে থাকেন তিনি। পেশায় দর্জি সামসুল। অভিযোগ, দর্জির কাজের পাশাপাশি বিভিন্ন সময় বোমা তৈরি করে সরবরাহ করেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোথাও কোনও গোলমাল হলেই শামসুলের বোমা তৈরি ব্যবসা রমরমিয়ে চলে। বাসিন্দাদের আরও অভিযোগ, বিষয়টি নিয়ে পুলিশকে একাধিকবার জানানো হয়েছে। পুলিশ জেনেও কোনও পদক্ষেপ করেনি।

অভিযোগ, এদিন কয়েকজনকে নিয়ে বোমা বাঁধছিলেন সামসুল। বোমা বাঁধার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গুরুতর আহত হয় চারজন। তবে তাদের কোথায় ভর্তি করা হয়েছে, সে বিষয়ে পুলিশ মুখ খুলতে চায়নি। এর আগেও বিভিন্ন সময় রাজ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ উঠেছে।

Next Article
Pujoy Pulse: পালস ট্যাবলো এল হাওড়ায়, আট থেকে আশি, সকলে এল নতুন ক্যান্ডির স্বাদ নিতে
Bangladesh Hilsa: ২৪ ঘণ্টার মধ্যে হাওড়া, শিয়ালদহে পৌঁছে যাচ্ছে ২৪২০ মেট্রিক টন পদ্মার ইলিশ, কত হবে দাম