হাওড়া : নবান্নের (Nabanna) কাছে বোমাতঙ্ক। একটি পরিত্যক্ত ডিজিটাল ডিভাইস ঘিরে আতঙ্ক ছড়িয়েছে। নবান্নের কাছে উড়ালপুলে এই ডিজিটাল ডিভাইসটি পড়ে থাকতে দেখা যায়। আর তাই ঘিরেই রীতিমতো আতঙ্ক (Bomb Panic) ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই ওই এলাকায় গিয়ে পৌঁছেছে বম্ব স্কোয়াড। প্রজাতন্ত্র দিবসের আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে ওই ডিজিটাল ডিভাইসটি কীভাবে উড়ালপুলের উপর এল, তা এখনও স্পষ্ট নয়। ডিভাইসটি কেউ নিছক ভুলবশত ফেলে গিয়েছে নাকি ইচ্ছাকৃতভাবে ওখানে রেখে দেওয়া হয়েছে, সেই সবই খতিয়ে দেখছে পুলিশ।
ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা সাতটা। নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর অ্যাপ্রোচ রোডের উপর একটি তালার মতো বস্তু পড়ে থাকতে দেখা যায়। ওই বস্তুটির মধ্যে একটি ডিভাইসও ছিল। জানা গিয়েছে, ওই ডিজিটাল ডিভাইসটিতে একটি আলো ব্লিক করছিল। আর তার জেরেই আতঙ্ক ছড়ায় এলাকায়। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় থানায়। এলাকায় এসে পৌঁছায় বম্ব স্কোয়াডও। ওই ডিজিটাল ডিভাইসটিকে পরীক্ষা করে দেখা যায়, বস্তুটি একটি ডিজিটাল তালা ছিল। তবে ওই তালাটি ওখানে কে ফেলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আপাতভাবে আতঙ্ক এড়ানো গেলেও, প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরনের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিশেষ করে যে জায়গাটি থেকে এই ডিজিটাল তালাটি উদ্ধার হয়েছে, সেটি নবান্নের খুব কাছেই। তাই খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয় পুলিশ।
উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগে দেশজুড়ে সর্বত্র সজাগ পুলিশ প্রশাসন। কোনওরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে তৎপরতা দেখা যাচ্ছে গোটা দেশে। বুধবার দিল্লিতেও দুই পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও পরে দেখা যায় ব্যাগের ভিতরে ল্যাপটপ, টিফিন বক্স, চার্জার, জলের বোতল ছিল। এছাড়া কিছু খাবারও পাওয়া যায় ব্যাগের ভিতর থেকে। কোনওরকম সন্দেহভাজন বস্তু পাওয়া না যাওয়ায় প্রাথমিকভাবে দিল্লি পুলিশের অনুমান, কেউ ভুলবশত ব্যাগটিকে ওই এলাকায় ফেলে রেখে গিয়েছিল।