হাওড়া: দুয়ারে প্রায় উপস্থিত জাওয়াদ। পুরী পেরিয়ে বাংলার দিকেই এগোচ্ছে সে। অন্তত এমনটাই খবর। যার জেরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কলকাতা সহ দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। অন্যদিকে, ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া,নদিয়া, মালদা,মুর্শিদাবাদ,বীরভূম,পুরুলিয়া, বাঁকুড়ায়। তবুও অতি সক্রিয় রয়েছে প্রত্যেকটি জেলা প্রশাসন।
দুর্যোগের আশঙ্কায় হাওড়া শহরের জন্যও কন্ট্রোল রুম চালু করছে হাওড়া পুরসভা। কন্ট্রোল রুমের নম্বর দু’টি হল ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। আগামীকাল সকাল থেকে সোমবার পর্যন্ত এই কন্ট্রোল রুম খোলা থাকবে চব্বিশ ঘণ্টাই।
পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, “যে সকল জায়গা নীচু অর্থাৎ সেই সব জায়গায় পাম্পিং সিস্টেমের উপর জোর দেওয়া হয়েছে। প্রতিটি পাম্প সচল আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া হয়েছে। পাশাপাশি কিছু শুকনো খাবার,জলের পাউচ মজুত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।সুবিধা-অসুবিধায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টাই খোলা থাকবে সেটি।”
সূত্রের খবর, অতি বৃষ্টির জেরে যে সমস্ত ওয়ার্ডগুলি জলমগ্ন হতে পারে সেখানে অতিরিক্ত পাম্প বসানো হচ্ছে। এই ওয়ার্ডগুলি হল ১৯, ২০, ২১, ৭, ৮, ৯, ৫০। ১২টি পাম্পিং স্টেশন তৈরি রাখা হচ্ছে। ৪০টি পাম্প প্রস্তুত রাখা হচ্ছে। মজুত করা হচ্ছে পরিমাণ মতো শুকনো খাবার, জলের পাউচ।
জলমগ্ন হতে পারে যে ওয়ার্ডে সেখানে ৮টি স্কুলে বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে বাসিন্দাদের সেখানে আশ্রয় দেওয়া হবে।এছাড়াও মজুত রাখা হচ্ছে ত্রিপল। তৈরি রাখা হয়েছে পুরসভার বিপর্যয় মোকাবিলা দফতরকে।তাদের ছুটি বাতিল করা হয়েছে।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ঝড় ‘জাওয়াদ’। ক্রমাগত শক্তি বাড়াচ্ছে সে। দক্ষিণ-পূর্ব বঙ্গেপসাগর লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। হাওয়া অফিস সূত্রে খবর আগামী ১২ ঘণ্টার মধ্যে পরিণত হবে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। রবিবার সকালের মধ্যে পৌঁছবে ওড়িশা-অন্ধ্র উপকূলে। তারপর উত্তর-উত্তরপূর্ব অভিমুখে বাঁক নেবে ঘূর্ণিঝড় জাওয়াদ।
বর্তমানে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। আর একধাপ শক্তি বাড়ালেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আজ সারাদিনেই বঙ্গোপসারে আত্মপ্রকাশ হবে তার আবহাওয়াবিদরা এমনটাই জানাচ্ছেন। এর বর্তমান অবস্থান গোপালপুর থেকে সাড়ে আটশ কিলোমিটার ও কলকাতা থেকে হাজার কিলোমিটার দূরে রয়েছে।
আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: কলকাতার পৌরভোটে বাস পাবে কমিশন? সিদ্ধান্ত হতে পারে সোমবার
আরও পড়ুন: Indian Railways: আপদ ওমিক্রন! সংক্রমণ রুখতে তত্পর ভারতীয় রেল, জারি নতুন নির্দেশিকা