Howrah Accident: শিবপুরের দুর্ঘটনায় মৃত বেড়ে ৩, বিধায়ক বলে দিলেন ‘গাড়ি আমার নয়’, ঘনাচ্ছে রহস্য

Howrah Accident: পুলিশ সূত্রে যে গাড়িটি শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে সেটির রেজিস্ট্রেশন রয়েছে হুগলিতে। গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন। ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন চালক।

Howrah Accident: শিবপুরের দুর্ঘটনায় মৃত বেড়ে ৩, বিধায়ক বলে দিলেন ‘গাড়ি আমার নয়’, ঘনাচ্ছে রহস্য
কী বলছেন বিধায়ক? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 17, 2024 | 2:41 PM

হাওড়া: শিবপুরের দুর্ঘটনায় নয়া মোড়। প্রাথমিক খবরে জানা গিয়েছিল যে গাড়িতে দুর্ঘটনার কবলে পড়েছিল তা আদতে মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার। শুরুতে দু’জনের মৃত্যু ও তিনজনের আহত হওয়ার খবর মেলে। ইতিমধ্যেই এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে। তিন যদিও এরইমধ্যে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তাঁর দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি তাঁর নয়। এদিকে গাড়িতে তাঁর নেমপ্লেট থেকে তৃণমূলের স্টিকার জ্বলজ্বল করছে। তাহলে অন্যের গাড়িতে লাগানো হয়েছিল বিধায়কের নেমপ্লেট? প্রশ্ন উঠছে। বাড়ছে রহস্য।   

এ প্রসঙ্গে গিয়াসউদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি তো কিছুই বুঝতে পারছি না। ওই গাড়ি আমার নয়। পুলিশকে খোঁজ নিতে বলেছি। কী করে গাড়িতে আমার নাম লেখা হল জানি না। আমার যে গাড়ি রয়েছে তা আমার বাড়িতে রয়েছে। তার চালকও আমার ঘরেই রয়েছে। কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে।” তাঁর এ মন্তব্যের পরই তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ সূত্রে যে গাড়িটি শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে দুর্ঘটনার কবলে পড়ে সেটির রেজিস্ট্রেশন রয়েছে হুগলিতে। গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন। ইতিমধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন চালক। মৃত্যু হয়েছে আরও ২ জনের। বাকিরা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে সময় দুর্ঘটনা ঘটে তখন গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। সে কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারে ধাক্কা মারে। কিন্তু, গাড়িতে বিধায়কের নাম স্টিকার কোথা থেকে এল তা নিয়ে উঠছে প্রশ্ন। 

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)