প্রয়াত সিপিএম-এর প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তী

Subrata Banerjee | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 03, 2024 | 10:47 AM

মঙ্গলবার তাঁর দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে কদমতলায় সিপিএমের জেলা পার্টি অফিসে। সেখানে দলীয় কর্মীরা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দেহ নিয়ে যাওয়া হবে উত্তর হাওড়ার জোনাল পার্টি অফিসে।

প্রয়াত সিপিএম-এর প্রাক্তন সাংসদ স্বদেশ চক্রবর্তী
স্বদেশ চক্রবর্তী (ফাইল ছবি)

Follow Us

হাওড়া: প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা স্বদেশ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দু’বার সাংসদ হয়েছিলেন তিনি। ছিলেন হাওড়া পুরসভার মেয়রও। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮8 বছর। তাঁর মৃত্যুর ছড়িয়ে পড়তেই সোমবার রাত থেকে তাঁর বাড়িতে ভিড় করতে শুরু করেন সিপিএম কর্মীরা।

হাওড়ার সালকিয়া বাবুডাঙার বাড়িতে মঙ্গলবার সকাল থেকেও একাধিক নেতাকে দেখা যাচ্ছে। প্রত্যেকেই শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন। এদিন সকালে তাঁর বাড়িতে যান রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়। তিনি মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।

মঙ্গলবার তাঁর দেহ বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে কদমতলায় সিপিএমের জেলা পার্টি অফিসে। সেখানে দলীয় কর্মীরা শেষ শ্রদ্ধা জানাবেন। এরপর দেহ নিয়ে যাওয়া হবে উত্তর হাওড়ার জোনাল পার্টি অফিসে। সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে সালকিয়ার বাঁধাঘাট শ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

হাওড়ার উন্নয়নে তাঁর যে বিশেষ ভূমিকা ছিল, সে কথা এদিন উল্লেখ করেন অরূপ রায়। সিপিএম যখন ক্ষমতা থেকে সরে যায়, তখন উন্নয়ন নিয়ে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য তাঁর সঙ্গে কথা হত বলেও জানিয়েছেন অরূপ। স্বদেশ চক্রবর্তী হাওড়া পুরসভায় দু’বার মেয়রের দায়িত্ব সামলেছেন। এছাড়াও এইচআরবিসি-র চেয়ারম্যান ছিলেন তিনি। রাজ্য কমিটির পাশাপাশি হাওড়া জেলা কমিটির সদস্যও ছিলেন তিনি।

Next Article