নীলবাতি গাড়িতে নবান্নের সামনেও ঘুরে এসেছেন, স্ত্রীর অভিযোগে ভুয়ো সিবিআই অফিসারের পর্দাফাঁস!

TV9 Bangla Digital | Edited By: tista roychowdhury

Jul 11, 2021 | 5:28 PM

Fake CBI Officer:শুভদীপের স্ত্রী নয়নাদেবীর অভিযোগ, বছর দেড়েক আগে সিবিআই অফিসার বলে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে বিয়ে করেন শুভদীপ। তখনও জানতেন না শুভদীপের আসল পরিচয়।

নীলবাতি গাড়িতে নবান্নের সামনেও ঘুরে এসেছেন, স্ত্রীর অভিযোগে ভুয়ো সিবিআই অফিসারের পর্দাফাঁস!
বাঁদিকে, অভিযুক্তের স্ত্রী, ডানদিকে অভিযুক্ত, নিজস্ব চিত্র

Follow Us

হাওড়া: দেবাঞ্জন-সনাতনের পর জেলায় খোঁজ মিলল আরও এক ভুয়ো সিবিআই অফিসারের (Fake CBI Officer)। হাওড়ার জগাছার বাসিন্দা শুভদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার অভিযোগ করলেন স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়। নয়নাদেবীর অভিযোগ, সিবিআই অফিসার (Fake CBI Officer) বলে পরিচয় দিয়ে দেড় বছর আগে বিয়ে করেছিলেন শুভদীপ। ধীরে ধীরে তাঁর জালিয়াতির তথ্য প্রমাণ-সহ উঠে আসে নয়নার হাতে। সেই মোতাবেক শনিবার  পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন নয়না।

শুভদীপের স্ত্রী নয়নাদেবীর অভিযোগ, বছর দেড়েক আগে সিবিআই অফিসার  (Fake CBI Officer) বলে পরিচয় দিয়ে তাঁর সঙ্গে বিয়ে করেন শুভদীপ। তখনও জানতেন না শুভদীপের আসল পরিচয়। কিন্তু, কিছু সময় পর শুভদীপকে কাজে যেতে  আর দেখেননি নয়না। সন্দেহের শুরু তখন থেকেই। এরপরেই, শুভদীপের কাগজপত্র ঘাঁটতে শুরু করলেন নয়না। গোপনে গিয়ে বিভিন্ন সরকারি মহলে আধিকারিকদের থেকেও খোঁজখবর নিতে শুরু করলেন। ধীরে ধীরে জানলেন, শুভদীপ বন্দ্যোপাধ্য়ায় নামে কোনও অফিসারই নাকি নেই। প্রায় চারমাস ধরে নানা জায়গা থেকে শুভদীপের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করেন নয়না। খোঁজ নিয়ে জানেন চাকরি দেওয়ার নাম করে অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন শুভদীপ। হাতিয়েছেন লক্ষ লক্ষ টাকা।

স্বামীকে এ নিয়ে জিজ্ঞাসাও করেন। অভিযোগ, শুভদীপ সেসব স্বীকার করেননি। এমনকী, এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটিও হয়। নয়নাদেবীর আরও অভিযোগ, এলাকায় নীলবাতি গাড়ি চড়েই ঘুরতেন শুভদীপ। নবান্নের সামনে থেকেও নাকি গাড়ি নিয়ে ঘুরে বেড়িয়েছেন অভিযুক্ত। প্রতারিত হওয়ার পরেই বিবাহবিচ্ছেদের মামলা করেন নয়না। এমনকী, স্বামীর বিরুদ্ধে জগাছা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন।

নয়নার কথায়, “আমি জানতাম ও সিবিআই অফিসার। সেই পরিচয় দিয়েই আমায় বিয়ে করেছিল। পরে যখন দেখলাম, বাড়িতে বসে থাকে কাজে যায় না, তখন সন্দেহ হল। ওর সমস্ত কাগজপত্র খুঁটিয়ে দেখা শুরু করলাম। একদিন সিজিআই কমপ্লেক্সে সেইসব কাগজও নিয়ে গেলাম। জানলাম, ওই কাগজগুলি নাকি ভুয়ো। সবটাই তৈরি করা।”

নয়নার স্বামী অভিযুক্ত শুভদীপের মা-বাবা জানিয়েছেন, ছোট থেকেই লেখাপড়ায় ভাল ছিলেন শুভদীপ। পরে বিদেশে পড়তেও যান। সেখান থেকে তিনি সিবিআই অফিসার (Fake CBI Officer) হয়ে ফিরেছেন এমনটাই জানিয়েছিলেন মা-বাবাকে। তাঁরাও জানতেন ছেলে সিবিআই অফিসার। বউমার অভিযোগের ভিত্তিতেই সত্যি সামনে আসতে সে অভিযোগ শিকারও করে নেন তাঁরা। পাল্টা, নয়নাদেবীর বিরুদ্ধে শুভদীপের মায়ের অভিযোগ, এতদিন পর কেন ৯ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে কেন একথা জানালেন নয়না? কেন আগে অভিযোগ করেননি?

শুভদীপের মায়ের কথায়, “আমরা এতদিন ধরেই জানি ছেলে সিবিআই অফিসার। নীলবাতি লাগানো গাড়িতে ঘোরে। নয়না তো ৯লাখ টাকা নিয়েছে আমাদের থেকে। এমনকী, সমস্ত গয়না নিয়ে গিয়েছে। সব নেওয়ার পর কেন অভিযোগ করছে? আগেই করত।” প্রায় একই কথা বলেছেন শুভদীপের বাবা। যদিও, বন্দ্যোপাধ্য়ায় দম্পতির দাবি, অন্য়ায় যখন করেছে তখন ছেলে শাস্তি পাক। ঘটনার পর থেকেই যদিও ফেরার শুভদীপ। অভিযুক্তকে খুঁজছে জগাছা থানার পুলিশ। আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে ১ লক্ষ টাকা দাবি, ‘সামান্য ভুলে’ গ্রেফতার ভুয়ো মানবাধিকার কমিশনের অধিকর্তা!

Next Article