উলুবেড়িয়া: তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যর স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ। অভিযোগের তির খুড়ততো ভাই ও তাঁর দলবলের বিরুদ্ধে। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত মৃতের ভাই। এখানেই আবার আবাসে দুর্নীতির অভিযোগ ওঠে। মৃতের ঘাড়েই যাবতীয় দোষ চাপায় তাঁরই খুড়তুতো ভাই। তাঁর বিরুদ্ধেই উঠছে দাদাকে কুপিয়ে খুনের অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়া বিশ্বেশ্বরপুরে।
মৃতের নাম সমীরণ পণ্ডিত। খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে উঠেছে খুনের অভিযোগ। ২০১৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মৃতের স্ত্রী রানুবালা মণ্ডল স্থানীয় পঞ্চায়েতে তৃণমূলের সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। এলাকা সূত্রে খবর, আবাস তালিকা থেকে নাম বাদ যেতেই বিকাশের সন্দেহ গিয়ে পড়ে দাদার উপর। নাম বাদ যাওয়ার পিছনে সমীরণের হাত রয়েছে বলে ভাবতে থাকেন। তা নিয়ে বচসাও হয় বলে খবর। এরইমধ্যে এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।
সমীরণের পরিবারের অভিযোগ, রাস্তা থেকে তাঁকে টেনে নিয়ে গিয়ে ছুরি-ভোজালি দিয়ে কুপিয়ে খুন করে ভাই বিকাশ। সমীরণের স্ত্রী বলছেন, “আবাস যোজনার ঘরের নাম বেরিয়েছিল। বিকাশের নাম বাদ যেতেই ও দাদাকে সন্দেহ করতে থাকে। তারপরই এই মার্ডার। আমার স্বামী কোনও মিছিলে যেত না, পার্টিতে যেত না। তাও ওকে চলে যেতে হল। যাঁরা এই কাজ করেছে আমি ওদের ফাঁসি চাই।” শোকে কাতর সমীরণের ছোট্ট ছেলেও। সেও বলছে, “আমি ওদের ফাঁসি চাই। যাঁরা আমার বাবাকে মেরেছে তাঁদের ছাড়া যাবে না।”