হাওড়া: কলকাতার বড়বাজারের ব্যবসায়ী। তাঁর গিয়ে বলেছিলেন তৃণমূলের যুব সভাপতি পাঠিয়েছেন। তাঁর কাছ থেকে পনেরো হাজার টাকা দাবিও করেছেন। কিন্তু হাটে হাঁড়ি ভাঙে এক ফোনেই। হাওড়া সদরের তৃণমূল যুব সভাপতির নাম ভাঙিয়ে ভুয়ো পরিচয় দিয়ে টাকা তুলতে এসে গ্রেফতার এক ব্যক্তি। বালি এলাকার বাসিন্দা ওই ব্যক্তির নাম গৌরী শংকর গুপ্ত।
শুক্রবার রামরাজাতলা এলাকায় টাকা নিতে এলে তাঁকে হাতেনাতে ধরে জগাছা থানার পুলিশের হাতে তুলে দেন তৃনমূল কর্মীরা। অভিযোগ, এক ব্যবসায়ীর থেকে পনেরো হাজার টাকা চেয়েছিলেন অভিযুক্ত ব্যক্তি।বিবেক কর্মকার নামে ওই ব্যবসায়ী জানান, কলকাতার বড় বাজারে তাঁদের ব্যবসা রয়েছে। বৃহস্পতিবারই বড়বাজার থেকে ফোন করা হয় তাঁকে। ব্যবসায়ীর বক্তব্য, তাঁকে বলা হয় “সন্তোষ পাঠক বলছি।”
এরপর হাওড়ার তৃণমূল যুব সভাপতির সঙ্গে কথা বলতে বলা হয় ব্যবসায়ীকে। ব্যবসায়ীর বক্তব্য, কথা বলতে বলতেই তাঁর মনে হয়েছিল সবাই ভুয়ো পরিচয় দিয়ে টাকা চাইছেন। রথ যাত্রার অনুষ্ঠান উপলক্ষে পনেরো হাজার টাকা তাঁর কাছ থেকে চাওয়া হয় বলে অভিযোগ। ব্যবসায়ী ইচ্ছা করে সেই প্রস্তাবে রাজি হন। শুক্রবার টাকা নিতে এলে অভিযুক্তকে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।